অ্যাপশহর

এই প্রথম NASA-র মহাকাশযাত্রায় সামিল আফ্রিকান মহাকাশ্চারী!

আমেরিকার এয়ারফোর্সের এই পাইলটের স্বপ্ন ছিল, একদিন মহাকাশ অভিযানে অংশগ্রহণ করবেন। দীর্ঘদিনের সেই অপেক্ষা এবার সত্যি হল তাঁর।

EiSamay.Com 22 Nov 2017, 4:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এই প্রথম কোনও আফ্রিকান-আমেরিকান মহাকাশ্চারীকে মহাকাশ যাত্রায় সামিল করল নাসা। ৭৫ বছর বয়সি গুইয়ন ব্লুফোর্ড নাসারই প্রাক্তন মহাকাশ্চারী ছিলেন। আমেরিকার এয়ারফোর্সের এই পাইলটের স্বপ্ন ছিল, একদিন মহাকাশ অভিযানে অংশগ্রহণ করবেন। দীর্ঘদিনের সেই অপেক্ষা এবার সত্যি হল তাঁর।
EiSamay.Com 1st african american flew to space after 124 spaceflights
এই প্রথম NASA-র মহাকাশযাত্রায় সামিল আফ্রিকান মহাকাশ্চারী!


উল্লেখ্য, ১২৪টি স্পেসফ্লাইটের পর এই প্রথম কোনও আফ্রিকান-আমেরিকার নাগরিককে মহাকাশ অভিযানে যুক্ত করল নাসা। এমন ঐতিহাসিক মূহুর্তে সামিল হতে পেরে যারপরনাই খুশি ব্লুফোর্ড। তাঁর কথায়, নাসার এই ঐতিহাসিক মিশনে অংশগ্রহণ করে সত্যিই উচ্ছ্বসিত আমি। তবে আমি কখনওই প্রথম আফ্রিকান হিসেবে যুক্ত হওয়ার স্বপ্ন দেখিনি। মিশনের গুরুত্ব বুঝে নাসা আমাকে ডেকেছেন। এবং সেই মিশনে যুক্ত সকল সদস্যকে নিয়ে কাজ করাটাই আমার মূল লক্ষ্য।

সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্টের ইঞ্জিনিয়ারিং কলসাল্টিং অর্গানাইজেশনের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। ২০ বছর পর এই ঐতিহাসিক মুহূর্তটিকে সামনে আনতে চায়নি খোদ নাসাই। ব্লুফোর্ড সহ ড্যালে গার্ডনার, ড্যান ব্র্যান্ডেনস্টেইন, ডিক ট্রুলির সঙ্গে কাজ করার অফার পাওয়ার পরই মিশনের উপর জোর দিয়েছিল ব্লুফোর্ড। তাঁর লক্ষ্য যাতে সরে না যায় ও সাট্যাল ফ্লাইটের জন্য তৈরি হতে পারেন, তার জন্য মিডিয়াকেও সরিয়ে রেখেছিল নাসা। সেই লক্ষ্যে এগিয়ে গিয়ে ব্লুফেোর্ড এখন STS-8-র স্পেশ-ক্রু।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল