অ্যাপশহর

পাক মসজিদে জোরালো বিস্ফোরণে পুলিশকর্তা-সহ নিহত ১৫, জখম ২০

কোয়েটার ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) আবদুল রজ্জাক চিমা জানান, নিহত ১৫ জনের মধ্যে রয়েছেন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (ডিএসপি) আমানুল্লাহ। পাক মিডিয়া সূত্রে খবর, নিহত ডিএসপিই মূল টার্গেট ছিল। গত মাসে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হামলায় এই কোয়েটা শহরেই ডিএসপির ছেলে নিহত হয়েছেন।

EiSamay.Com 12 Jan 2020, 12:24 am
এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরের এক মসজিদে জোরালো বিস্ফোরণে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২০ জন। নিহতদের মধ্যে ওই মসজিদের ইমাম ছাড়াও কর্তব্যরত এক পুলিশ অফিসারও রয়েছেন।
EiSamay.Com 811883-pakistan-blast-1


তিন দিন আগে, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) এই কোয়েটা শহরেই এক বিস্ফোরণে ২ জন নিরীহ প্রাণ হারিয়েছেন। শুক্রবার ওই মসজিদে মাগরিবের নমাজ আদায়ের সময় এই বিস্ফোরণ ঘটে। কী ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞরা।

কোয়েটার ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) আবদুল রজ্জাক চিমা জানান, নিহত ১৫ জনের মধ্যে রয়েছেন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (ডিএসপি) আমানুল্লাহ। পাক মিডিয়া সূত্রে খবর, নিহত ডিএসপিই মূল টার্গেট ছিল। গত মাসে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হামলায় এই কোয়েটা শহরেই ডিএসপির ছেলে নিহত হয়েছেন। এদিন বিস্ফোরণের পরপরেই মসজিদ চত্বর ঘিরে ফেলেছে পুলিশ। বিস্ফোরণের ধরন খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবক'টি হাসপাতালেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

টিভি ফুটেজে দেখা যাচ্ছে, মসজিদের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে ধ্বংসস্তূপ। রাত পর্যন্ত কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। পাকিস্তান সেনার মিডিয়া শাখা আইএসপিআর জানাচ্ছে, পুলিশের সঙ্গে যৌথ ভাবে সেখানে অভিযান শুরু করেছে সেনার বালোচিস্তানের ফ্রন্টিয়ার কর্প। পুলিশকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। পাকসেনার প্রধান জেনারেল কামার বাজওয়া বলেন, মসজিদের ভিতরে যারা হামলা চালিয়েছে, তার আর যা-ই হোক, সত্যিকারের মুসলিম হতে পারে না।

বালোচিস্তানের মুখ্যমন্ত্রী জম কামাল খান মৃতের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল