অ্যাপশহর

পিরামিডের থেকেও প্রাচীন! সন্ধান ১৪ হাজার বছরের পুরোনো বসতির!!!

১৪ হাজার বছরের পুরোনো একটি গ্রাম।

EiSamay.Com 10 Apr 2017, 8:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পাথরে পাথরে ঘষা লাগিয়ে আগুন জ্বালানো। লোহার বল্লম ব্যবহার করে মাছ ধরা। এছাড়া অস্ত্রের ব্যবহার তো রয়েছেই। গুহার ভিতর দেওয়ালে খোদাই করা রয়েছে এমনই কিছু শিল্প। যার ভিত্তিতেই বিশেষজ্ঞরা আবিষ্কার করেছেন ১৪ হাজার বছরের পুরোনো একটি গ্রাম। যা নাকি ইজিপ্টের পিরামিডের থেকেও প্রাচীন।
EiSamay.Com 14000 year old village discovered in canada
পিরামিডের থেকেও প্রাচীন! সন্ধান ১৪ হাজার বছরের পুরোনো বসতির!!!


কানাডার উত্তর-পশ্চিম ভিক্টোরিয়া প্রদেশের থেকে ৫০০ কিলোমিটার দূরে সন্ধান মিলেছে এই প্রাচীন গ্রামের। উত্তর আমেরিকায় সন্ধান মেলা প্রাচীনতম মনু্ষ্য বসতির তকমা দেওয়া হয়েছে এই গ্রামটিকে।

ভিক্টোরিয়া ইউনিভার্সিটি এবং হাকাই ইন্সটিটিউটের গবেষকরা এই সন্ধান চালিয়েছেন। উপকূলবর্তী এই অঞ্চল থেকে ব্রিটিশ কলম্বিয়ার সম্পর্কেও তথ্য মিলবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। উত্তর আমেরিকায় মানব বসতি সম্পর্কেও তথ্যের আশা করছে বিশেষজ্ঞ দলটি।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল