অ্যাপশহর

NZ attack: ১.৫ কিমি ছুটে নিজের প্রাণ বাঁচায় ইদ্রিস

সদ্য গোঁফের রেখা বেরিয়েছি। সাহসীরাই যে শেষপর্যন্ত জেতে, আরও একবার সে প্রমাণ দিল এই মালয়েশীয় কিশোর। আর পাঁচ জনের মতো শুক্রবার নামাজ পড়তে সেও গিয়েছিল ক্রাইস্টচার্চের মসজিদে।

EiSamay.Com 17 Mar 2019, 1:42 am
এই সময় ডিজিটাল ডেস্ক: মৃত্যুকে মাত্র কয়েক হাত দূর থেকে দেখেছে ইদ্রিস খায়রুদ্দিন! ইদ্রিসের বয়স মাত্র চোদ্দো। সদ্য গোঁফের রেখা বেরিয়েছি। সাহসীরাই যে শেষপর্যন্ত জেতে, আরও একবার সে প্রমাণ দিল এই মালয়েশীয় কিশোর।
EiSamay.Com new-zealand-attack-8


আর পাঁচ জনের মতো শুক্রবার নামাজ পড়তে সেও গিয়েছিল ক্রাইস্টচার্চের মসজিদে।

ইদ্রিসের বর্ণনায়, মসজিদে একদম পিছনের সারিতে বসেছিলাম। নমাজ পড়তে পড়তেই কানে এল গুলির আওয়াজ। মুহুর্মুহু গুলিতে ঝনঝনিয়ে ভেঙে পড়ল মসজিদের জানলার কাচ। বিপদ আশঙ্কা করে চটপট উঠে পড়ি। মসজিদের এক কোনায় নিজেকে আড়াল করেছিলাম। সুযোগ বুঝে পলকে বাইরে বেরিয়ে, দ্রুত মসজিদের পাঁচিল ডিঙোই। তার পর দে দৌড় দৌড়...। নিজের প্রাণ বাঁচাতে রুদ্ধশ্বাসে ছুটি। দেড় কিলোমিটার ছুটে, নিজেকে নিরাপদ বোধ করে, তবেই স্বস্তি পাই।

শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জোড়া হামলায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়। তার মধ্যে তিন ভারতীয় রয়েছেন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল