অ্যাপশহর

ফের নাইটক্লাবে বন্দুকবাজের হামলা, মৃত ১৪

উত্তর-পূর্ব ব্রাজিলের ফোর্টালেজারের একটি নাইটক্লাবে এলোপাথারি গুলি চালায় ১৫জন দুষ্কৃতী। ঘটনাস্থলেই মারা যান ১৪জন। আহত বহু।

EiSamay.Com 28 Jan 2018, 10:18 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের নাইটক্লাবে বন্দুকবাজের হামলা।শনিবার রাতে, উত্তর-পূর্ব ব্রাজিলের ফোর্টালেজারের একটি নাইটক্লাবে এলোপাথারি গুলি চালায় ১৫জন দুষ্কৃতী। ঘটনাস্থলেই মারা যান ১৪জন। আহত বহু।
EiSamay.Com 14 killed in shootout at brazil nightclub
ফের নাইটক্লাবে বন্দুকবাজের হামলা, মৃত ১৪


একটি সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, নাইটক্লাবের ঘুকে এলোপাথারি গুলি চালানোয় ১৪জন মারা যান। মৃতদের মধ্যে ৭জনকে চিহ্ণিত করা গিয়েছে। তাদের মধ্যে তিনজন ব্যক্তি, দুজন মহিলা ও দুজন যুবক।স্থানীয় সংবাদপত্রের রিপোর্ট, ৮ জন মহিলা ও ৬ জন ব্যক্তি মারা গিয়েছেন। তবে কতজন মানুষ জখম হয়েছেন, তা এখনই জানা যায়নি বলে মন্তব্য করেছেন জোশ ফ্রোটা হাসপাতালের মুখপাত্র। আহতদের মধ্যে একটি ১২বছরের কিশোরও রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, রাত ১.৩০ মিনিটে ফররো দো গ্যাগো নাইটক্লাবে প্রবেশ করে দুষ্কৃতীরা। তিনটি গাড়ি করে তারা আসে। ক্লাবের ভিতর ঢুকেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে। স্থানীয় সূত্রের খবর, দুটি ড্রাগ মাফিয়া দলের গন্ডগোলের জেরেই এই অমানবিক দুর্ঘটনা।

উল্লেখ্য এই ড্রাগ মাফিয়াদের বাড়বাড়ন্তে শেষ বছরে প্রায় ৫, ১১৪টি খুন হয়েছে ব্রাজিলে। যা কিনা ২০১৬ সালের থেকে ৫০ শতাংশ বেশি।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল