অ্যাপশহর

মার্কিন 'রাক্ষুসে' বোমায় খতম ১৩ ভারতীয় IS জঙ্গিও

পূর্ব আফগানিস্তানের আইসিস ঘাঁটিতে আমেরিকার ফেলা শক্তিশালী অপারমাণবিক বোমে যে ৯৬ জঙ্গি নিহত হয়েছে, তার মধ্যে সন্দেহভাজন ১৩ ভারতীয় আইসিস জঙ্গিও রয়েছে বলে মঙ্গলবার দাবি করেছে আফগান মিডিয়া।

EiSamay.Com 18 Apr 2017, 9:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পূর্ব আফগানিস্তানের আইসিস ঘাঁটিতে আমেরিকার ফেলা শক্তিশালী অপারমাণবিক বোমে যে ৯৬ জঙ্গি নিহত হয়েছে, তার মধ্যে সন্দেহভাজন ১৩ ভারতীয় আইসিস জঙ্গিও রয়েছে বলে মঙ্গলবার দাবি করেছে আফগান মিডিয়া।
EiSamay.Com 13 suspected indian is fighters killed as mother of all bombs hit afghanistan reports
মার্কিন 'রাক্ষুসে' বোমায় খতম ১৩ ভারতীয় IS জঙ্গিও


নিরাপত্তা আধিকারিকের উদ্ধৃতি দিয়ে কাবুলের একটি নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন MOAB হামলায় ১৩ ভারতীয় দয়েশ জঙ্গি নিহত হয়েছে। আইসিসকে আফগানিস্তানের স্থানীয় ভাষায় বলা হয় দয়েশ।

নিরাপত্তা আধিকারিকরা আরও জানিয়েছেন, আমেরিকার 'দানব' বোমে ১৩ আইএস কম্যান্ডারও ওইদিন নিহত হয়েছে। তার মধ্যে যে দুই কমান্ড্যারকে শনাক্তা করা সম্ভব হয়েছে, তারাও ভারতীয়। একজন মহম্মদ, অন্যজন আল্লাহ গুপ্তা।

নিহত কমান্ড্যারদের মধ্যে পাকিস্তানের লস্কর-ই-তৈবার শেখ ওয়াকাসও আছে বলে দাবি করে আফগান সংবাদ মাধ্যম।

তবে, কাবুলের কূটনৈতিক সূত্র থেকে এ বিষয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। নয়াদিল্লি অবশ্য এ ধরনের খবরের সত্যতা স্বীকার করেনি। 'আফগানিস্তানে মার্কিন বোমে কোনও ভারতীয় আইসিস জঙ্গি মারা গিয়েছে বলে আমাদের কাছে খবর নেই।'

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল