অ্যাপশহর

বার্লিনে লরির তলায় পিষে মৃত্যু ১২ জনের, আহত ৫০

সোমবার জার্মানির রাজধানী বার্লিন শহরের একটি ব্যস্ত বাজার এলাকায় আচমকা ছুটে আসে একটি ঘাতক লরি।

EiSamay.Com 20 Dec 2016, 9:12 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের যেন টাটকা হয়ে উঠল জুলাই মাসে বাস্তিল দিবসে ফ্রান্সের নিস শহরে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার স্মৃতি। সোমবার জার্মানির রাজধানী বার্লিন শহরের একটি ব্যস্ত বাজার এলাকায় আচমকা ছুটে আসে একটি ঘাতক লরি। চাকার তলায় পিষে মৃত্যু হয় ১২ জনের। গুরুতর আহত হয়েছেন ৫০-এরও বেশি মানুষ। সেই সময়ে সবাই ব্যস্ত ছিলেন বড়দিনের কেনাকাটায়। পুলিশের প্রাথমিক ধারণা এটিও জঙ্গি হামলা।
EiSamay.Com 12 dead as truck runs into crowded christmas market in berlin
বার্লিনে লরির তলায় পিষে মৃত্যু ১২ জনের, আহত ৫০


যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে তা একটি ব্যস্ত পর্যটন কেন্দ্রও বটে। বছরের এই সময়ে এখানে বহু পর্যটকের সমাগম হয়। ইন্টিরিয়র মিনিস্টার টমাস দ মাইজিয়ের টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাত্কায়রে জানিয়েছেন, যদিও সরকারিভাবে এই হামলাকে এখনও জঙ্গি হামলা বলা যাচ্ছে না, তবে প্রাথমিক তদন্তে এড়ানো যাচ্ছে না জঙ্গি হামলার সম্ভাবনা।

ঘটনাস্থলে উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শী অস্ট্রেলিয়ান নাগরিক ত্রিশা ও’নিল অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেওয়া একটি সাক্ষাত্কানরে জানিয়েছেন, জনবহুল বাজার এলাকায় যখন লরিটি ধেয়ে আসে তখন তিনি সেখানেই ছিলেন। কয়েক মিটারের দূরত্বে থাকায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তিনি আরও বলেন, মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, চিত্কালর ও কান্নার রোল। রক্তের মধ্যে পড়ে ছিলেন আহত ও নিহতরা। সে এক ভয়াবহ দৃশ্য।

জার্মান পুলিশের মুখপাত্র সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, লরিটির চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে মারা গিয়েছে তার সহযোগী।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তাঁর মুখপাত্র ট্যুইট করে জানান, এই ঘটনায় তিনি গভীর শোকাহত। যাঁরা মারা গেছেন তাঁদের পরিবারের পাশে রয়েছেন। আহতদের চিকিত্সাতর সব ব্যবস্থা করা হবে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলান্দ। আমেরিকা একে জঙ্গি হামলা বলে চিহ্নিত করেছে। হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ‘জার্মানি আমাদের খুব কাছের। জঙ্গি দমনে আমরা ওদের পাশেই আছি।’

# It's not yet ascertained whether it was an attack or an accident

# In response to the Berlin tragedy, France beefed up security at its own Christmas markets

# The United States labelled it an apparent "terrorist attack" and pledged its support

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল