অ্যাপশহর

গিনেসের হিসেবে উনিই বিশ্বের প্রবীণতম, বয়স ১১৬+

​​১১৬ রানিং...। আরও নির্ভুল বললে, ৯ মার্চ ২০১৯-এর হিসেবে তাঁর বয়স ১১৬ বছর ৬৬ দিন। নাম কেন তানাকা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে সরকারি ভাবে নিশ্চিত করা হয়েছে, জাপানি এই মহিলাই এই মুহূর্তে বিশ্বের প্রবীণতম জীবিত মহিলা। গোটা বিশ্বে আর কারও সন্ধান মেলেনি, যিনি কেন তানাকার থেকেও বয়সে প্রবীণ।

EiSamay.Com 10 Mar 2019, 2:00 am
এই সময় ডিজিটাল ডেস্ক: মুখ জুড়ে বয়সের বলিরেখার আঁকিবুকি। সময় ছাপ রেখেছে শরীরেও। তবে, বার্ধক্য কাবু করতে পারেনি এখনও। বয়স তাঁর কাছে নেহাত সংখ্যা ছাড়া কিছু নয়।
EiSamay.Com Japans Kane Tanaka


১১৬ রানিং...। আরও নির্ভুল বললে, ৯ মার্চ ২০১৯-এর হিসেবে তাঁর বয়স ১১৬ বছর ৬৬ দিন। নাম কেন তানাকা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে সরকারি ভাবে নিশ্চিত করা হয়েছে, জাপানি এই মহিলাই এই মুহূর্তে বিশ্বের প্রবীণতম জীবিত মহিলা। গোটা বিশ্বে আর কারও সন্ধান মেলেনি, যিনি কেন তানাকার থেকেও বয়সে প্রবীণ।

আট ভাইবোনের বোনে কেন সপ্তম সন্তান। ১৯২২ সালে হাদি তানাকার সঙ্গে বিবাহসূত্রে বাঁধা পড়েন। নিজের গর্ভে চার সন্তান। আরও এক সন্তানকে দত্তক নেন। পাঁচ সন্তানের জননী আজও নিজের কাজ নিজে করেন।

শীত-গ্রীষ্ম-বর্ষা ঘড়ি ধরে ভোর ৬টায় উঠে পড়েন। কোনও আলসেমি নয়। নিজের কাজ সেরে অবসরে চলে গণিতের চর্চা। ১১৬ তে-ও সেই গণিতচর্চার বিরাম নেই। মাথায় কিলবিল করে খেলে প্রিয় সংখ্যারা।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল