অ্যাপশহর

পৃথিবী থেকে বিলুপ্তির পথে ১০ লক্ষ প্রজাতি!

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের এক রিপোর্ট এই আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, উদ্ভিদ ও প্রাণী মিলিয়ে পৃথিবীতে কমবেশি ৮০ লক্ষের মতো প্রজাতি রয়েছে। এর মধ্যে ১০ লক্ষ প্রজাতি রয়েছে হুমকির মুখে।

EiSamay.Com 7 May 2019, 3:00 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে ১০ লক্ষের মতো প্রজাতি। মাত্র কয়েক দশকের মধ্যে কয়েকটি প্রজাতি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে।
EiSamay.Com threatened with extinction


সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের এক রিপোর্ট এই আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, উদ্ভিদ ও প্রাণী মিলিয়ে পৃথিবীতে কমবেশি ৮০ লক্ষের মতো প্রজাতি রয়েছে। এর মধ্যে ১০ লক্ষ প্রজাতি রয়েছে হুমকির মুখে। আগামী কয়েক দশকের মধ্যে বিলীন হওয়ার প্রবল সম্ভাবনা।

যার জন্য মানুষকেই দায়ী করেছে রাষ্ট্রপুঞ্জ। প্রকৃতিকে না রক্ষা করতে পারলে, ওই প্রজাতিগুলিকেও ধরে রাখা যাবে না।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল