অ্যাপশহর

হিজবুল প্রধানকে Global Terrorist ঘোষণা আমেরিকার

নরেন্দ্র মোদীর আমেরিকা সফর চলাকালীনই কাশ্মীরের সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিনকে 'বিশ্ব সন্ত্রাসবাদী'র তকমা দিল মার্কিন প্রশাসন।

EiSamay.Com 26 Jun 2017, 11:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদীর আমেরিকা সফর চলাকালীনই কাশ্মীরের সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিনকে 'বিশ্ব সন্ত্রাসবাদী'র তকমা দিল মার্কিন প্রশাসন।
EiSamay.Com  us designates syed salahuddin as global terrorist
হিজবুল প্রধানকে Global Terrorist ঘোষণা আমেরিকার


হিজবুল প্রধানকে 'গ্লোবাল টেরোরিস্ট' ঘোষণার জন্য দীর্ঘদিন ধরেই ভারত দাবি জানিয়ে আসছিল। হোয়াইট হাউজে মোদী-ট্রাম্প বৈঠকের আগে মার্কিন প্রশাসনের এই ঘোষণা ভারতের জন্য তাই বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের এই ঘোষণায় সৈয়দ সালাউদ্দিনে যাবতীয় ব্যাংক অ্যাকাউন্ট সিজ হবে। মার্কিন কোনও ব্যক্তি তার সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবেন না। বাজেয়াপ্ত হবে তার সম্পত্তিও।

হিজবুলের এই প্রধান সৈয়দ মহম্মদ ইউসুফ শাহ নামেও পরিচিত। কাশ্মীরে স্থিতাবস্থা ফেরানোর পথে অন্তরায় হয়ে দাঁড়ায় হিজবুল। সংগঠনের প্রধান সালাউদ্দিন রীতিমতো হুমকির সুরে জানায়, আরও 'সুইসাইড বোম্বার' তৈরি করা হবে। কাশ্মীরকে ভারতীয় বাহিনীর কবরস্থানে পরিণত করা হবে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল