অ্যাপশহর

যে দেশে জিনস নিষিদ্ধ কিন্তু গাঁজা বৈধ

ব্যক্তিবিশেষে কেউ জিনস না-ই পরতে পারেন। সবার যে একই জিনিস ভালো লাগবে, এমন তো কথা নেই। কিন্তু, একটা গোটা দেশের একজন মানুষও জিনস পরেন না, এমনটা বিশ্বাস করতে পারেন?

EiSamay.Com 15 Feb 2017, 7:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ব্যক্তিবিশেষে কেউ জিনস না-ই পরতে পারেন। সবার যে একই জিনিস ভালো লাগবে, এমন তো কথা নেই। কিন্তু, একটা গোটা দেশের একজন মানুষও জিনস পরেন না, এমনটা বিশ্বাস করতে পারেন? আবার এই একই দেশে গাঁজাকে কিন্তু আইনি বৈধতা দেওয়া হয়েছে। যে কেউই, প্রকাশ্যে গাঁজার কল্কেতে সুখটান দিতেই পারেন। আপত্তি করার কেউ নেই। পুলিশও ধরবে না।
EiSamay.Com  north korean dictator bans jeans
যে দেশে জিনস নিষিদ্ধ কিন্তু গাঁজা বৈধ


দেশটি হল কিম জং উন শাসিত উত্তর কোরিয়া। আমেরিকার প্রতি জাত বিদ্বেষ থেকেই নাকি এই দেশে জিনসে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। ফলে, ইচ্ছে থাকলেও সেখানে কারও জিনস পরার উপায় নেই।

তা আমেরিকার সঙ্গে জাত শত্রুতা না হয় থাকলই। কিন্তু, তার জন্য জিনসে নিষেধাজ্ঞা কেন? কারণ, উত্তর কোরিয়ার ধারণা, মার্কিনিরাই নাকি বেশি জিনস পরেন। অতএব, শত্রুকে অনুকরণ করা চলবে না।

এক সময় এই উত্তর কোরিয়া সমাজতন্ত্র কায়েমের চেষ্টায় ছিল। দেশেটির নামও ‘ডেমোক্র্যাটিক পিপল’স রিপাবলিক অফ কোরিয়া’। কিন্তু এখন যে শাসন চলছে, তাকে কোনও মতেই সমাজতান্ত্রিক বলার জো নেই৷ ঘোষিত ভাবেই একদলীয় শাসন চলছে৷ যেখানে কিমের বিরোধিতা মানেই, চরম শাস্তি।

উত্তর কোরিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত না হলেও, ‘শীতল যুদ্ধের’ সময়কার মার্কিন বিরোধিতা কিন্তু রয়েই গিয়েছে। জিনস পরায় নিষেধাজ্ঞা, সেই মার্কিন বিরোধিতারই বহির্প্রকাশ।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল