অ্যাপশহর

কিম্ভূত অচেনা এক দানব মিলল ফিলিপিন্সে। তার পর...

ফের দেখা মিলল নাম না-জানা, কিম্ভূত আর এক সমুদ্র প্রাণীর। টেক্সাস থেকে ৮২৮২ কিলোমিটার দূরে, সোমবার, ফিলিপিন্সের এক দ্বীপে।

EiSamay.Com 25 Sep 2017, 9:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এই সেদিনই টেক্সাসের সৈকত চমকে উঠেছিল অদ্ভুত এক সামুদ্রিক জীবের নিথর দেহ দেখে। সমুদ্রগর্ভের সেই প্রাণীর প্রতিরূপ আগে কেউ কখনও দেখেননি বলেই সমস্বরে দাবি উঠেছিল। এবার ফের দেখা মিলল নাম না-জানা, কিম্ভূত আর এক সমুদ্র প্রাণীর। টেক্সাস থেকে ৮২৮২ কিলোমিটার দূরে, সোমবার, ফিলিপিন্সের এক দ্বীপে। কলেবরে এ-ও খাটো নয়।
EiSamay.Com  mysterious dead beast washes up on an island in the philippines but is dragged out to sea before it can be identified
কিম্ভূত অচেনা এক দানব মিলল ফিলিপিন্সে। তার পর...




ফিলিপিন্সের ফিশারিজ ও অ্যাকোয়াটিক রিসোর্সের ব্যুরো জুলিয়াস আলপিনো জানিয়েছেন, ফিলিপিন্সের মাশিন শহরের লেয়তে দ্বীপে প্রায় ৩২ ফুট দীর্ঘ মৃত এই সামুদ্রিক প্রাণীটি ভেসে এসেছিল। শরীরে বিশ্রী পচন ধরায়, কিম্ভুত এই প্রাণীটিকে তাঁরা শনাক্ত করে উঠতে পারেননি।



আর এক প্রত্যক্ষদর্শী নুজনুজ ক্যাপিস্ট্রানো জানিয়েছেন, সৈকত দিয়ে হেঁটে যাওয়ার সময় বিশালাকার মৃত প্রাণীটি তাঁর চোখে পড়ে। তিনি বেশ কয়েকটি ছবিও তুলেছেন। কিন্তু, প্রাণীটিকে চিনে উঠতে পারেননি। তাঁর কথায়, 'যুদ্ধবিমানের মতো দৈর্ঘ্যের মারা প্রাণীটিকে দেখে বিস্মিত হয়েছি। কিন্তু, দুর্গন্ধের কারণে কাছে ঘেঁষতে পারিনি। তবে, আগে যে দেখিনি, সেটা জোর দিয়ে বলতে পারি।'

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল