অ্যাপশহর

বার্সেলোনায় জঙ্গি হামলা, জনভিড়ে ১৩ জনকে পিষে মারল ভ্যান, জখম ৫০

বার্সেলোনায় বৃহস্পতিবার এক জঙ্গি হামলায় বহু মানুষ জখম হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

EiSamay.Com 18 Aug 2017, 1:07 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বার্সেলোনায় বৃহস্পতিবার এক জঙ্গি হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ৫০জন।যদিও হতাহতের সঠিক পরিসংখ্যান এখনও অবধি স্প্যানিশ পুলিশের কাছে নেই। স্প্যানিশ কয়েকটি মিডিয়ার দাবি, কমপক্ষে ১৩জন প্রাণ হারিয়েছেন।
EiSamay.Com  many hurt as van crashes into crowd in barcelona police say terror attack
বার্সেলোনায় জঙ্গি হামলা, জনভিড়ে ১৩ জনকে পিষে মারল ভ্যান, জখম ৫০


আক্রমণের জন্য ঐতিহাসিক লাস রামব্লাস জেলাকে এদিন টার্গেট করেছিল জঙ্গিরা। বহু মানুষ তখন রাস্তায়। স্থানীয় লোকজনের পাশাপাশি ভিনদেশি পর্যটকেরাও ছিলেন। জনভিড়ের মধ্যেই জঙ্গিরা একটি ভ্যান নিয়ে কয়েক ডজন মানুষকে পিষে দিয়ে চলে যায়। এর মধ্যে দু-জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।



আপাতভাবে দুর্ঘটনা বলে মনে হলেও, পুলিশের দাবি এটি জঙ্গি হানা। ট্যুইটারে এই হামলাকে 'ম্যাসিভ ক্র্যাশ' বলে উল্লেখ করেছে পুলিশ। ঘটনার পরপরই শহরের প্লাসা কাতালুনিয়ার আশপাশে থাকা মানুষজনকে রাস্তায় বেরোতে নিষেধ করা হয়েছে। কাছেপিঠের রেল ও মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা জানাচ্ছে, কয়েক জনকে চাপা দিয়ে, চারপাশের আর্তচিত্‍‌কারের মধ্যে 'ঘাতক' ভ্যানটির নির্বিকার চালক ঠান্ডা মাথায় গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে পালিয়ে যায়।



হামলার বিস্তারিত যদিও এখনও জানা যায়নি।

ইউরোপ জুড়ে ২০১৬-র জুলাই থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি হামলায় জঙ্গিরা গাড়িকেই 'অস্ত্র' হিসেবে ব্যবহার করে, সাধারণ মানুষকে নিশানা করেছে। নিস, বার্লিন, লন্ডন ও স্টকহোম-এর কায়দাতেই বার্সেলোনায় হামলা চালানো হয়েছে।

প্রতিবছর গড়ে ১১ মিলিয়নের মতো পর্যটক আসেন বার্সেলোনায়। সেই পর্যটকদেরই টার্গেট করে হামলার হুমকি দিয়ে রেখেছিল জঙ্গিরা।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল