অ্যাপশহর

জামিন পেলেন খালেদা জিয়া

আদালত অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে গত সপ্তাহেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

EiSamay.Com 20 Oct 2017, 12:07 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন বৃহস্পতিবার মঞ্জুর করল আদালত। আদালত অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে গত সপ্তাহেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। যে কারণে তাঁর বাংলাদেশে ফেরা নিয়েই সংশয় তৈরি হয়। যাবতীয় আশঙ্কাকে অমূলক প্রমাণ করে, লন্ডন থেকে দেশে ফিরেই তিনি সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আর্জি জানান। শর্তসাপেক্ষে আদালত তাঁর আর্জি অনুমোদন করেছে।
EiSamay.Com  ex bangladesh pm khaleda zia appears before dhaka court gets bail
জামিন পেলেন খালেদা জিয়া


আর্থিক তছরুপ-সহ দু'টি মামলার প্রেক্ষিতে গতসপ্তাহেই প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। হাজিরা না দিয়ে, আদালতের নির্দেশ বারবার উপেক্ষা করছিলেন তিনি। পুলিশের কাছে সেই মর্মে নির্দেশও পৌঁছে গিয়েছিল। ফলে, লন্ডন থেকে দেশে ফিরলেই পুলিশ তাঁকে গ্রেফতার করবে বলে মনে করা হয়েছিল।

পুলিশ তাঁকে গ্রেফতার করার আগেই অবশ্য কর্মী-সমর্থক পরিবেষ্টিত হয়ে এদিন ঢাকার আদালতে উপস্থিত হয়ে জামিনের আর্জি জানান। এক লক্ষ টাকার বিনিময়ে শর্তসাপেক্ষে বিএনপি চেয়ারপার্সনের জামিন মঞ্জুর করা হয়েছে। ভবিষ্যতে দেশের বাইরে যেতে হলে, আদালতের কাছ থেকে আগাম অনুমতি তাঁকে নিতে হবে।

খালেদা জিয়ার বক্তব্য, তাঁকে হেনস্থা করতেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যে মামলা সাজানো হয়েছে। শুনানি চলাকালীন এ নিয়ে বিচারকের কাছে অভিযোগও জানান প্রাক্তন প্রধানমন্ত্রী।

আগামী ২৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল