অ্যাপশহর

অখণ্ড বাংলার পক্ষে সওয়াল মমতার, আর্জি শান্তির

দার্জিলিঙে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে পাহাড়ের সবক'টি রাজনৈতিক দলের কাছে এদিন ফের একবার আর্জি জানান মুখ্যমন্ত্রী।

Ei Samay 1 Aug 2017, 8:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তিনি যে রাজ্য ভাগকে কোনও ভাবেই সমর্থন করবেন না, উত্তর দিনাজপুরে গিয়ে তা আরও একবার স্পষ্টভাষায় জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিঙে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে পাহাড়ের সবক'টি রাজনৈতিক দলের কাছে এদিন ফের একবার আর্জি জানান মুখ্যমন্ত্রী।
EiSamay.Com will never support division of bengal mamata
অখণ্ড বাংলার পক্ষে সওয়াল মমতার, আর্জি শান্তির


মমতা দৃঢ়তার সঙ্গে বলেন, 'যাই ঘটুক না কেন, সবার এটা মনে রাখা উচিত আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু কখনোই বাংলা ভাগকে সমর্থন করব না। এ রাজ্যের প্রতিটি জেলাই আমাদের সম্পদ। প্রতিটি ধর্ম ও বর্ণের মানুষ এখানে রয়েছেন।'

পশ্চিমবঙ্গের আর পাঁচটা জেলার মতো তিনি যে পাহাড়কেও সমান ভাবে ভালোবাসেন তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এটা ভুললে চলবে না পাহাড় পশ্চিমবঙ্গেরই অংশ। একে রক্ষা করা আমাদের কর্তব্য।

দার্জিলিঙের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ের উন্নয়নে সবকিছু করতে পারি। কিন্তু এমন কিছু করব না যার জন্য গোষ্ঠী সংঘর্ষ বাধার আশঙ্কা থাকে। বা জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়।

দার্জিলিঙের চায়ের বিশ্বজুড়ে সুখ্যাতির উল্লেখ করে বলেন, আমি পাহাড়কে স্বাভাবিক অবস্থায় দেখতে চাই। চাই চা-বাগানগুলো
তাড়াতাড়ি খুলুক।

প্রসঙ্গত, গোর্খাল্যান্ডের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চার হিংসাত্মক আন্দোলনের জেরে গত ৪৮ দিন ধরে অচলাবস্থা তৈরি হয়েছে দার্জিলিঙে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল