অ্যাপশহর

বাঘ খুঁজতে ৫৫ লক্ষের বরাত

সেই সন্দেহের নিরসন করতে এ বার বাঘ খুঁজতে ভিন রাজ্যের এক স্বেচ্ছাসেবী সংস্থাকে নিয়োগ করল বন দপ্তর৷

EiSamay.Com 24 Mar 2017, 12:37 pm
এই সময়, আলিপুরদুয়ার: যতই ক্যামেরাবন্দি হোক, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে বাঘের অস্তিত্ব নিয়ে বিতর্ক শেষ হয়নি৷ বন দপ্তর উত্তরবঙ্গের এই জাতীয় উদ্যানকে ব্যাঘ্র প্রকল্পের স্বীকৃতি দেওয়ার জন্য দিল্লিতে তদ্বির করলেও ফলে সংশয় থেকেই গিয়েছে৷ সেই সন্দেহের নিরসন করতে এ বার বাঘ খুঁজতে ভিন রাজ্যের এক স্বেচ্ছাসেবী সংস্থাকে নিয়োগ করল বন দপ্তর৷ অসমের ওই সংস্থাটি শুধু নেওড়া ভ্যালি নয়, সিঙ্গালিলা জাতীয় উদ্যানেও বাঘের হদিস পাওয়ার চেষ্টা করবে৷ এজন্য সংস্থাটিকে ৫৫ লক্ষ টাকার বরাত দিয়েছে বন দপ্তর৷ রাজ্যের প্রধান মুখ্য বনপাল প্রদীপ ব্যাস খবরটি নিশ্চিত করেছেন৷
EiSamay.Com wb forest department appoint an assam based ngo for rs 55 lakh to find out tiger from neora valley
বাঘ খুঁজতে ৫৫ লক্ষের বরাত


প্রধান মুখ্য বনপাল বলেন, ‘দক্ষিণবঙ্গে সুন্দরবন এলাকায় ৮২ থেকে ১২৭টি বাঘ আছে৷ কিন্ত্ত উত্তরবঙ্গের বনাঞ্চলে বাঘ আছে কিনা, থাকলেও সংখ্যায় ক’টি আছে, তা আমাদের জানা নেই| তাই বাঘের খোঁজ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে| আগামী তিন বছর এই প্রকল্পে বনাঞ্চলে ক্যামেরা লাগিয়ে বাঘের খোঁজ করা হবে৷ সিঙ্গালিলা ও নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের জঙ্গল ছাড়াও বাঘের খোঁজ চলবে জলদাপাড়া ও গোরুমারা বনাঞ্চলেও৷’ বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থাকে কাজে লাগালেও কারিগরি সহায়তা দেবে তারাই৷ এজন্য জঙ্গলে লাগানো ক্যামেরার ফুটেজ ক্রমাগত পরীক্ষা করে দেখা হবে৷ সেই পরীক্ষার ভিত্তিতেই বাঘের পছন্দের এলাকাকে চিহ্নিত করা হবে৷

এজন্য যেখানে বন্যপ্রাণীরা লবণ বা জল খেতে আসে, সেখানে ক্যামেরা তাক করা থাকবে৷ এমনকী, গাছের কোটরে কিংবা পাথরের খাঁজেও ক্যামেরা লাগাতার ছবি সংগ্রহ করবে৷ কালিম্পংয়ের কাছে নেওড়া ভ্যালিতে সম্প্রতি এক গাড়িচালক ছবি তোলার পর সেখানে বাঘের অস্তিত্ব আছে বলে হইচই শুরু হয়৷ এর পর বন দন্তরের লাগানো ক্যামেরাতেও দু’দিন বাঘের ছবি ধরা পড়ায় উত্সাহিত হন বনকর্তারা৷ কিন্ত্ত বাঘ বিশেষজ্ঞ ও বনকর্তাদের একাংশের মধ্যেও বাঘের অস্তিত্ব নিয়ে সংশয় দেখা দেয়৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল