অ্যাপশহর

পাহাড়ে দফায় দফায় আগুন, মোর্চার অবরোধে থমকাল গৌতম দেবের গাড়ি

এদিকে, ম্যালের পর্যটক সহায়ক কেন্দ্র ও তিস্তা বাজারে বনদপ্তরের অফিসে আগুনও ধরিয়ে দেয় মোর্চা।

Ei Samay 13 Jul 2017, 12:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পাহাড়ে ফের জঙ্গি আন্দোলন গোর্খা জনমুক্তি মোর্চার। পানিঘাটায় পর্যটন মন্ত্রী গৌতম দেবের গাড়ি আটকে পড়ল মোর্চা সমর্থকদের পথ অবরোধে। এদিকে, ম্যালের পর্যটক সহায়ক কেন্দ্র ও তিস্তা বাজারে বনদপ্তরের অফিসে আগুনও ধরিয়ে দেয় মোর্চা।
EiSamay.Com tourism minister gotam deb couldnt reach panighata as morcha supporters blocked the road
পাহাড়ে দফায় দফায় আগুন, মোর্চার অবরোধে থমকাল গৌতম দেবের গাড়ি




ভানুভক্ত জন্মজয়ন্তীতে যোগ দিতে বৃহস্পতিবার পানিঘাটায় যাওয়ার কথা গৌতম দেবের। তবে বন্‌ধ সমর্থকদের পথ অবরোধে তাঁর গাড়ি আটকে পড়ে। বুধবার রাত থেকেই পাহাড়জুড়ে তাণ্ডব শুরু করেছে বিমল গুরুং-এর দল। বুধবার রাতে তিস্তা বাজারে বন দপ্তরের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়।



আগুন ধরানো হয় ম্যালে পর্যটক সহায়ক কেন্দ্র ও দার্জিলিং-এ GTA-এর পর্যটন দপ্তরের অফিসে। রাতেই তামাং বোর্ডের সঞ্জয় মোক্তানের বাড়িতেও আগুন ধরিয়ে দেন মোর্চা সমর্থকরা। তিস্তা বনবাংলোও জ্বালিয়ে দেওয়া হয়েছে। সিকিমগামী জাতীয় সড়কে গাড়ি ভাঙচুর করেছে মোর্চা। বুধবার রাতে কার্শিয়াং-এ ঘয়াবাড়ি রেল স্টেশনও জ্বালিয়ে দেওয়া হয়।

#Morcha people set fire forest office in tista bazar yesterday night.

#Due to road boackade by morcha people Tourism Minister Goutam dev failed to reach Panighata. Tourism minister will attend bhanu bhakt janma jayanti in panighata.

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল