অ্যাপশহর

ব্যবধান বাড়িয়ে কাঁথি দখল ঘাসফুলের, গোকুলে বাড়ছে পদ্ম-ও!

সিপিআই পেয়েছে ১৭ হাজার ৪২৩টি ভোট। কংগ্রেস ও নোটা-র মধ্যে খুব বেশি ফারাক নেই।

EiSamay.Com 13 Apr 2017, 1:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গেরুয়া বাহিনী যে শাসকদলের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, কাঁথির নির্বাচনের ফলে স্পষ্ট। কাঁথি দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচনে বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতলেও, ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে বিজেপি। কংগ্রেস ক্রমেই প্রান্তিক।
EiSamay.Com tmc won kanthi byelection bjp is in 2nd position
ব্যবধান বাড়িয়ে কাঁথি দখল ঘাসফুলের, গোকুলে বাড়ছে পদ্ম-ও!


বৃহস্পতিবার কাঁথি দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচনে প্রায় ১ লক্ষের কাছাকাছি ভোট পেল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রাপ্ত ভোট ৯৫ হাজার ৩৬৯। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি-র প্রাপ্ত ভোট ৫২ হাজার ৮৪৩। সিপিআই পেয়েছে ১৭ হাজার ৪২৩টি ভোট। কংগ্রেস ও নোটা-র মধ্যে খুব বেশি ফারাক নেই। কংগ্রেস পেয়েছে ২ হাজার ২৭০টি ভোট। নোটা-য় ভোট পড়েছে ১ হাজার ২৪১টি। তৃণমূলের জয়ের ব্যবধান ৪২ হাজার ৫২৬ ভোট।

বিজেপি-র ফল নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, 'এটা বাম-বিজেপির গোপন আঁতাঁত। এখানে বিজেপি-র কোনও কৃতিত্ব নেই।'

২০১৪-র লোকসভা নির্বাচন থেকেই এ রাজ্যে বিজেপি রাজনৈতিক ভাবে সক্রিয় হয়ে উঠেছে। যার ফল মিলছে ইভিএম-এ। সেক্ষেত্রে যতই ব্যবধানে তৃণমূল জিতুক না কেন, শাসকদলকে চিন্তায় রাখছে 'পদ্ম'।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল