অ্যাপশহর

তেল না পেয়ে পাম্পে হুমকি তৃণমূল নেতার

হেলমেটহীন বাইক আরোহীদের পেট্রল দেওয়ার হবে না বলে নির্দেশিকা জারি হলেও তা মানতে নারাজ খোদ শাসকদলের যুব নেতাই৷ মঙ্গলবার মেদিনীপুর শহরের বটতলাচকে ইন্ডিয়ান অয়েলের একটি পাম্পে হেলমেট ছাড়া তেল নিতে এসে দাদাগিরি করলেন যুব তৃণমূল নেতা সৌরভ বসু৷

EiSamay.Com 27 Jul 2016, 11:02 am
এই সময়, মেদিনীপুর: হেলমেটহীন বাইক আরোহীদের পেট্রল দেওয়ার হবে না বলে নির্দেশিকা জারি হলেও তা মানতে নারাজ খোদ শাসকদলের যুব নেতাই৷ মঙ্গলবার মেদিনীপুর শহরের বটতলাচকে ইন্ডিয়ান অয়েলের একটি পাম্পে হেলমেট ছাড়া তেল নিতে এসে দাদাগিরি করলেন যুব তৃণমূল নেতা সৌরভ বসু৷ তেল না দিলে পাম্প ভেঙে দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি৷ তাঁর সেই চোটপাটের ছবি সংবাদমাধ্যমে পৌঁছে দেন উপস্থিত লোকজন৷ ঘটনার কথা স্বীকার করেছেন সৌরভ৷ তবে পাম্প কর্তৃপক্ষের তরফে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি৷
EiSamay.Com tmc leaders threatning in petrol pump
তেল না পেয়ে পাম্পে হুমকি তৃণমূল নেতার


পাম্পকর্মীরা জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে নির্দেশ জারি হওয়ার পর পাম্প মালিক তাঁদের পরিষ্কার জানিয়ে দেন, হেলমেট ছাড়া কেউ বাইক নিয়ে এলে যাতে কোনও ভাবে পেট্রল দেওয়া না হয়৷ সব হেলমেটহীন আরোহীকেই তার পর থেকে ফিরিয়ে দিচ্ছেন তাঁরা৷ পাম্পে ফ্লেক্সও টাঙানো হয়েছে,‘নো হেলমেট, নো পেট্রল’৷ অথচ খোদ দলনেত্রী যে বিষয়টি নিয়ে সরব, সেই দলেরই যুবনেতাই বুড়ো আঙুল দেখাচ্ছেন আইনকে৷ রবিবার রাতে হেলমেট ছাড়া পেট্রল নিতে আসেন সৌরভ৷ তাঁকে পাম্পকর্মীরা পরিষ্কার জানিয়ে দেন, হেলমেট না থাকলে পেট্রল দেওয়া যাবে না৷ কর্মীরা বলেন,‘আমরা তেল দিতে অস্বীকার করলে, ওই ব্যক্তি বলে আমাকে নিয়ম দেখাতে এসো না৷ জানো আমি কে? আমি তৃণমূলের সৌরভ বসু৷ পেট্রল না দিলে লোক নিয়ে এসে পাম্প ভেঙে দেব৷’এই হুমকি পর ভয়ে পেট্রল দিয়ে দিতে বাধ্য হন পাম্পকর্মীরা৷

ঘটনার কথা স্বীকার করেছেন যুব তৃণমূল নেতা সৌরভ বসু৷ তিনি বলেন,‘রবিবার রাত ১১টা নাগাদ আমি খড়গপুর থেকে ফিরে বটতলা চকে ওই পাম্পে পেট্রল ভরাতে গিয়েছিলাম৷ তখন আমার সঙ্গে হেলমেট ছিল না৷ এ দিকে বাইকে পেট্রল একদম তলানিতে ছিল৷ আমি পেট্রল দেওয়ার জন্য অনুরোধ করি৷ না হলে আমি বাড়ি অবধি বাইক নিয়ে যেতে পারব না বলেও জানাই৷ কিন্ত্ত পাম্পকর্মীরা তাতেও রাজি হয়নি৷ পাম্পের এক কর্মী আমাকে বলেন, হেলমেট ছাড়া কেউ এলে ঘাড় ধরে বের করে দেওয়ার নির্দেশ আছে৷ এ কথা শুনেই আমি ওদের বলেছি, আমরা নিয়ম মানি৷ আমরাই নিয়ম করেছি৷ আর আমাদেরই শেখাচ্ছো?’

সৌরভ বলেন,‘আমি ওদের বলেছি, তোমাদের মালিক যদি ঘাড় ধরে বের করে দেওয়া কথা বলে তাহলে ওঁকে বলবে লোক নিয়ে এসে পাম্প ভেঙে দেব৷ এ নিয়ে সে দিন বাক-বিতণ্ডা হয়৷ আমি ভুল স্বীকার করছি৷ এ কথা বলা আমার ঠিক হয়নি৷’পাম্পের মালিক বিশ্বনাথ তুলসিরাম এ নিয়ে কিছু বলতে চাননি৷ পাম্পে যুব তৃণমূল নেতার দাদাগিরি প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন,‘সৌরভ এই ঘটনা ঘটিয়ে থাকলে ঠিক করেনি৷ আমরা সৌরভকে নিয়ে যা করার তাই করব৷’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল