অ্যাপশহর

রাজ্যের চার জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা

ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে হাওয়া এবং তার সঙ্গে ঝেঁপে বৃষ্টি। রাজ্যের ৪ জেলায় এই মর্মে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর।

EiSamay.Com 3 Apr 2017, 4:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে হাওয়া এবং তার সঙ্গে ঝেঁপে বৃষ্টি। রাজ্যের ৪ জেলায় এই মর্মে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় দুপুর ৩টের পর থেকে এই ঝড়বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।
EiSamay.Com thunderstorm predicted in 4 districts in wb
রাজ্যের চার জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা


ইতিমধ্যে বীরভূমের বিস্তীর্ণ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও মেঘের আনাগোনা এবং ঝোড়ো হাওয়ার খবর মিলেছে। আবাহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি হলেও আপাতত গরম কমার কোনও সম্ভাবনা নেই। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

স্বস্তির খবর নেই কলকাতাবাসীদের জন্যেও। আপাতত দহনজ্বালা জুড়োনোর তেমন আশা নেই। মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আগামী দিনে গরম আরও খানিকটা বাড়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল