অ্যাপশহর

হাসপাতালে ডেঙ্গি রোগী, মেডিক্যালে সেপ্টিসেমিয়া

মহেশনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্র, জঙ্গিপুর মহকুমা হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, তিনটিই সরকারি চিকিত্সা প্রতিষ্ঠান৷

EiSamay.Com 5 Nov 2017, 8:49 am
এই সময়, বহরমপুর: মহেশনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্র, জঙ্গিপুর মহকুমা হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, তিনটিই সরকারি চিকিত্সা প্রতিষ্ঠান৷ ডেঙ্গি নিয়ে বিভ্রান্তি সামনে এল তাদের রিপোর্টে৷ ডেঙ্গি আক্রান্ত বলে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল এক রোগীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করেছিল৷ মেডিক্যাল কলেজ ওই রোগীর ডেঙ্গি মানতেই চাইল না৷ রোগীর মৃত্যু হলে ডেথ সার্টিফিকেটে লিখে দেওয়া হল মারা যাওয়ার কারণ সেপ্টিসেমিয়া৷
EiSamay.Com there have been dengue deaths with so many dengue cases reported from west bengal
হাসপাতালে ডেঙ্গি রোগী, মেডিক্যালে সেপ্টিসেমিয়া


অথচ শুধু জঙ্গিপুর মহকুমা হাসপাতাল নয়, সুতি ব্লকের মহেশনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রও ওই রোগীর ডেঙ্গি হয়েছে বলে রিপোর্ট দিয়েছিল৷ স্থানীয় একটি বেসরকারি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির পরীক্ষাতেও ওই রোগীর রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছিল বলে রিপোর্ট দিয়েছিল৷ সরকারি চিকিত্সা প্রতিষ্ঠানগুলির মধ্যে এমন বিভ্রান্তি কেন , সেই প্রশ্নের উত্তর এড়িয়েছেন প্রায় সব স্বাস্থ্যকর্তাই৷

মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিরুপম বিশ্বাস বলেন , ‘কী হয়েছে , দেখতে হবে৷ পুরো কাগজ না দেখলে বোঝা যাবে না৷’ মুর্শিদাবাদ মেডিক্যালের মেডিক্যাল সুপার তথা উপাধ্যক্ষের প্রতিক্রিয়া মেলেনি৷ মোবাইল বেজে গিয়েছে৷ তবে মেডিক্যাল কলেজটির অ্যাসিস্ট্যান্ট সুপার প্রভাস মির্ধা বলেন , ‘সোমবার রক্তের রিপোর্ট পাওয়া যাবে৷ তার পর জানা যাবে ডেঙ্গিতেই রোগীটির মৃত্যু হয়েছে কি না৷’ তা হলে রিপোর্ট আসার আগে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ সেপ্টিসেমিয়া লেখা হল কেন ? জবাব মেলেনি৷ দায়িত্ব এড়ানোর পক্ষে যুক্তি দিতে গিয়ে স্বাস্থ্যকর্তাদের মন্তব্যে বেরিয়ে এসেছে চিকিত্সা পরিকাঠামোর খামতি৷ জানা গিয়েছে , মেডিক্যাল কলেজ ছাড়া জেলার অধিকাংশ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে অ্যালাইজা টেস্টের ব্যবস্থাই নেই৷

জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার কল্যাণময় মণ্ডল বলেন, ‘আমাদের হাসপাতালে অ্যালাইজা টেস্টের ব্যবস্থা নেই৷ মহেশনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্র ডেঙ্গি রোগী বলে রেফার করায় আমরা চিকিত্সাও করেছিলাম৷ কিন্ত্ত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আমরা রোগীকে মুর্শিদাবাদ মেডিক্যালে পাঠিয়ে দিই৷’ অ্যালাইজা টেস্টের ব্যবস্থা নেই মহেশনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রেও৷ তাহলে তারা কী ভাবে ডেঙ্গি বলে রোগী রেফার করল? সে প্রশ্নেরও জবাব মেলেনি৷ তবে জানা গিয়েছে , বেসরকারি ল্যাবের রিপোর্টকেই সিলমোহর দিয়েছিল ওই স্বাস্থ্যকেন্দ্র৷ যার রোগ ও মৃত্যু নিয়ে সরকারি চিকিত্সা প্রতিষ্ঠানেই এত টানাপোড়েন , তার নাম ওয়াসিকুল শেখ (১৬)৷ সুতির ডিহি গ্রামের বাসিন্দা কিশোরটি গত ১০ দিন ধরে জ্বরে ভুগছিল৷ শনিবার মুর্শিদাবাদ মেডিক্যালে তাঁর মৃত্যু হয়৷

মৃতের আত্মীয় সাবুর শেখ বলেন , ‘বুঝতেই পারছি না আমাদের এলাকার হাসপাতাল যার ডেঙ্গি হয়েছে বলল , তার সেপ্টিসেমিয়া হল কী করে ?’ প্রশ্ন এড়িয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি বৈদ্যনাথ দাস বলেন , ‘বিষয়টি নিয়ে আমি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব৷ তবে এটা ঠিকই যে জঙ্গিপুর কিংবা সুতিতে চিকিত্সকদের অনেক গাফিলতি আছে৷ ’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল