অ্যাপশহর

মেশিনে বালি তোলায় রাজ্যের নিষেধাজ্ঞায় বিপাকে ইসিএল

পরিবেশ আদালতের বিধিকে ঢাল করে দামোদর থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের সেচ দন্তর৷ নদ থেকে মেশিনে বালি তোলা যাবে না বলে সেচ দন্তরের নিষেধাজ্ঞার কথা প্রচার করেছে এডিডিএ৷

EiSamay.Com 19 Mar 2017, 11:28 am
বিশ্বদেব ভট্টাচার্য ■ আসানসোল
EiSamay.Com the state government banned sand making machine
মেশিনে বালি তোলায় রাজ্যের নিষেধাজ্ঞায় বিপাকে ইসিএল

পরিবেশ আদালতের বিধিকে ঢাল করে দামোদর থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের সেচ দন্তর৷ নদ থেকে মেশিনে বালি তোলা যাবে না বলে সেচ দন্তরের নিষেধাজ্ঞার কথা প্রচার করেছে এডিডিএ৷ এর ফলে বিপাকে পড়েছে ইসিএল৷ বালির জোগানে ভাটা পড়লে আগামী সন্তাহে অন্তত তিনটি খনির উত্পাদন বন্ধ হয়ে যেতে পারে বলে ইসিএল আশঙ্কা করছে৷ ইসিএলের সাতগ্রাম এরিয়ার জেনারেল ম্যানেজার বিকে শ্রীবাস্তব বলেন , ‘জেকে নগর , সাতগ্রাম ইনক্লাইন এবং নিমচা --- এই তিনটি খনিতে কয়লা তোলার পর বালি দিয়ে তা ভরাট করা হয়৷ এই তিনটি খনির জন্য আমাদের প্রতিদিন ১৫০০ কিউবিক মিটার বালি প্রয়োজন৷ ওই তিনটি খনি থেকে ১২০০ টন কয়লা তোলা হয়৷ এখন যা বালি আমাদের সংগ্রহে রয়েছে তা দিয়ে শনিবার পর্যন্ত চলবে৷ সোমবার থেকে বালি না এলে তিনটি খনি বন্ধ হতে পারে৷ ’

শ্রীবাস্তব জানান , ওই তিনটি খনির একটির একাংশে সামান্য পরিমাণ কয়লা তোলা যেতে পারে৷ কিন্ত্ত সার্বিক ভাবে মার খাবে উত্পাদন৷ যদিও এ বিষয়ে কোনও আপস করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে এডিডিএ৷ পরিবেশ বিধি মানতে সংস্থা বদ্ধপরিকর জানিয়ে এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন , ‘গ্রিন বেঞ্চের সিদ্ধান্ত মানতে আমরা বাধ্য৷ গ্রিন বেঞ্চের সিদ্ধান্ত না মানলে তখন বলা হবে আমরা আদালতের রায় মানি না৷ ’রাজ্যের নিষেধাজ্ঞার পর এখন ইসিএলকে নদীতে শ্রমিক নিয়োগ করে বালি তুলতে হবে৷ শ্রীবাস্তব বলেন , ‘গত তিন বছর ধরে আমাদের পক্ষ থেকে ঠিকাদাররা দামোদরের হাড়ভাঙা ঘাট থেকে মেশিনের মাধ্যমে বালি তুলত৷ এখন সেচ দন্তর জানিয়ে দিয়েছে আর মেশিন দিয়ে বালি তোলা যাবে না৷ বড় ডাম্পারে বালি তুলে পরিবহণের কাজ করা হত৷ এখন শ্রমিকদের দিয়ে বালি তুলে ছোট গাড়িতে আনতে হবে৷

বিষয়টি অনেক সময় সাপেক্ষ৷ ’তবে পরিবেশ বিধি ছাড়াও মেশিনে বালি তোলার ক্ষেত্রে মাফিয়ারাও লাভবান হত বলে এডিডিএ জানিয়েছে৷ ইসিএলের নামে তোলা বালির একটা বড় অংশ ওই মাফিয়ারা বিক্রি করে এসেছে বলে অভিযোগ৷ এ বিষয়ে তাপস বলেন , ‘ইসিএলের নাম করে বালি চুরি হয়৷ সেটাও বন্ধের চেষ্টা হচ্ছে৷ ’ যদিও বালি চুরির অভিযোগ অস্বীকার করেছে ইসিএল৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল