অ্যাপশহর

মতবিরোধে রায়গঞ্জে স্থগিত তৃণমূলের পুরপ্রধান নির্বাচন

২৭টি আসনের মধ্যে ২৪টিই শাসকদলের হাতে৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রায়গঞ্জে পুরপ্রধান বাছাই নিয়ে ঐক্যমত হতে পারলেন না তৃণমূল কাউন্সিলররা৷

EiSamay.Com 6 Jun 2017, 11:58 am
এই সময় , রায়গঞ্জ : ২৭টি আসনের মধ্যে ২৪টিই শাসকদলের হাতে৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রায়গঞ্জে পুরপ্রধান বাছাই নিয়ে ঐক্যমত হতে পারলেন না তৃণমূল কাউন্সিলররা৷ সোমবার পুরপ্রধান নির্বাচনের জন্য বিজ্ঞন্তি জারি করেছিল প্রশাসন৷ নির্বিঘ্নে কাউন্সিলরদের শপথগ্রহণ হয়েও গিয়েছিল৷ কিন্ত্ত বাধ সাধল পুরপ্রধান নির্বাচন৷ ওই পদের জন্য রাজ্য নেতৃত্ব মুখবন্ধ খামে তাঁদের পছন্দের কাউন্সিলরের নাম পাঠালেও শেষপর্যন্ত তাতে সিলমোহর দেননি বৈঠকে উপস্থিত তৃণমূল কাউন্সিলররা৷ উঠে আসে আরও কয়েক জনের নাম৷ কাউন্সিলরদের সূত্রে জানা গিয়েছে , মতবিরোধ এত চরমে ওঠে যে তৃণমূল কাউন্সিলরদের মধ্যেই ভোটাভুটির জোগার হয়৷ সেই পরিস্থিতিতে ফোনে হস্তক্ষেপ করেন দলের রাজ্য নেতৃত্ব৷ এর পরেই স্থগিত হয়ে যায় পুরপ্রধান নির্বাচন৷
EiSamay.Com the ruling trinamool councilors could not agree on the selection of the municipality in raiganj
মতবিরোধে রায়গঞ্জে স্থগিত তৃণমূলের পুরপ্রধান নির্বাচন


তৃণমূলের পক্ষ থেকে অবশ্য প্রকাশ্যে মতবিরোধের কারণেই পুরপ্রধান বাছাই স্থগিত হয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ দলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি অমল আচার্য বলেন , ‘কাউন্সিলরা ঐক্যমতের ভিত্তিতে পুরপ্রধান ঠিক করবেন বলে আজকের বৈঠকের সভাপতির কাছে সময় চেয়ে আবেদন করেছিলেন৷ সভাপতি তাঁদের সেই আবেদনে সাড়া দিয়ে সাত দিন সময় দিয়েছেন৷ আগামী শনিবার কলকাতায় আমাদের দলের রাজ্য নেতারা রায়গঞ্জের ২৪ জন কাউন্সিলরের সঙ্গে বৈঠক করবেন৷ সেখানেই পুরপ্রধানের নাম চড়ান্ত হবে৷ সেই বৈঠকের পর ১৩ জুন বোর্ড গঠন হয়ে যাবে বলে আশা করছি৷ ’ পুরপ্রধান নির্বাচনের বিজ্ঞন্তি জারি করার নিয়ম প্রশাসনের৷ এ দিনের বৈঠকের নোটিশ দিয়েছিলেন রায়গঞ্জের মহকুমাশাসক থেন্ডুপ নামগিয়েল শেরপা৷

তিনি নির্দেশ দেওয়ার আগে তৃণমূলের জেলা সভাপতি কী করে পুরপ্রধান নির্বাচনের পরবর্তী দিন ঘোষণা করলেন , তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ এতে আইন ভাঙার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা৷ প্রাক্তন পুরপ্রধান তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুন্ত বলেন , ‘যা প্রত্যাশিত ছিল , তাই হয়েছে৷ এরা তো কাজ করতে আসেনি৷ জোর করে চেয়ারের দখল নিয়ে মারামারি করতে এসেছে৷ সরকারি বিজ্ঞন্তি জারির পরেও পুরপ্রধান নির্বাচন স্থগিত করে দেওয়া বেআইনি বলেই জানি৷ আমরা এই প্রসঙ্গে পুর আইন খতিয়ে দেখছি৷ গায়ের জোরে তৃণমূল ভোটে জিতেছে৷ এখন পুরপ্রধান নির্বাচন নিয়েও নিজেদের মধ্যে গণ্ডগোল করে রায়গঞ্জের উন্নয়ন শিকেয় তুলবে৷ ’সিপিএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন , ‘সাংবিধানিক রীতি -নীতিকে যারা কখনও মান্যতা দেয়নি , তাদের কাছে আর কী -ই বা আশা করা যায় ? পুরপ্রধান কে হবেন , তা তৃণমূলের নিজস্ব ব্যাপার৷ তা নিয়ে আমাদের বলার কিছু নেই৷ কিন্ত্ত পুরপ্রধান নির্বাচন নিয়ে তৃণমূল আইনকানুনকে বুড়ো আঙুল দেখানোর প্রমাণ রাখল৷ ’ বিজেপির জেলা সভাপতি নির্মল দাম বলেন , ‘২৪ জন কাউন্সিলর নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ হয়েও যে দল বোর্ড গঠন করতে পারে না , তারা মানুষকে কী পরিষেবা দেবে ? এরা মানুষের জন্য কাজ করতে আসেনি৷ এসেছে লুঠ করতে৷ মানুষের ভোট লুঠ করেই ২৪ জন কাউন্সিলরকে জিতিয়েছে৷ ’ ঐক্যমতের ভিত্তিতে পুরপ্রধান বাছাইয়ের সাফাই দিলেও তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য স্বীকার করেন যে রাজ্য নেতৃত্ব মুখবন্ধ খামে একজনের নাম পাঠিয়েছিলেন৷

অমলের বক্তব্য , ‘ওই খাম কাউন্সিলররা খোলেননি৷ কেননা , সেই নামে বিতর্ক দেখা দিলে তখন সমস্যা হত৷ তার চেয়ে আলোচনার মাধ্যমে আমরা সর্বসম্মত পুরপ্রধান ঠিক করব৷ ’ তৃণমূল সূত্রে খবর , মুখবন্ধ খামে পুরপ্রধান পদের জন্য রাজ্য নেতৃত্ব পুরভোটের আগে কংগ্রেস ত্যাগী সন্দীপ বিশ্বাসের নাম পাঠিয়েছিলেন৷ খাম খোলার পর অনেক কাউন্সিলরই সেই নামে আপত্তি তোলেন৷ এ নিয়ে বাদানুবাদের মধ্যে তৃণমূল কাউন্সিলর পায়েল সাহা মণ্ডল পুরপ্রধান পদে অরিন্দম সরকারের নাম প্রস্তাব করেন৷ দু’টো নাম সামনে আসায় ভোটাভুটি করানোর সিদ্ধান্ত নেন বৈঠকের সভাপতি নয়ন দাস৷ ভোটগ্রহণ শুরুও করে দেন৷ এরই মধ্যে তৃণমূলের রাজ্য নেতৃত্বের ফোন যাওয়ায় ফের শুরু হয় দফায় দফায় বৈঠক৷ তার পরেই পুরপ্রধান নির্বাচন স্থগিত ঘোষণা করেন বৈঠকের সভাপতি৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল