অ্যাপশহর

এবার কন্যাশ্রীর মেয়েরা পাবেন ₹১০০০

রাজ্যে কন্য়াশ্রী প্রকল্পে বার্ষিক বৃত্তির আর্থিক অঙ্ক ২৫০ টাকা বাড়ল।

EiSamay.Com 24 Apr 2018, 9:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যে কন্য়াশ্রী প্রকল্পে বার্ষিক বৃত্তির আর্থিক অঙ্ক ২৫০ টাকা বাড়ল। রাজ্য বাজেটেই কন্যাশ্রীর আর্থিক অঙ্ক বাড়ানোর প্রস্তাব ছিল। সেইমতো ৭৫০ টাকা থেকে বেড়ে হল ১০০০ টাকা।
EiSamay.Com Kanyashree Scheme


মমতা বন্দ্য়োপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর, অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের কথা ভেবে এই কন্যাশ্রী প্রকল্প চালু করেন। আর্থিক সংকটের কারণে দুঃস্থ পরিবারগুলো যাতে সাততাড়াতাড়ি মেয়েদের বিয়ে না দেয়, তার জন্যই মমতার মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প। কন্যাশ্রীর অন্যতম অভিপ্রায় যদিও আর্থিক ভাবে পিছিয়ে থাকা গরিব দুস্থ মেয়েদের উচ্চ শিক্ষার জন্য তুলে আনা।

বার্ষিক বৃত্তির পাশাপাশি এই প্রকল্পের আওতায় এককালীন ২৫০০০ টাকা বৃত্তিও রয়েছে। কন্যাশ্রীর টাকা পেতে নির্দিষ্ট কিছু শর্তাবলি পূরণ করতে হয়। সাফল্যের নিরিখে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে কন্যাশ্রী।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল