অ্যাপশহর

২৫ মিনিটে শেষ অমিত-বাণী! মমতা-মত, 'সুইট বাজেট'

চলতি আর্থিক বছরে ২২ লাখ ছেলে-মেয়েকে চাকরি দেবে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় ইনিংসের প্রথম বাজেটে এ কথা জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী।

EiSamay.Com 24 Jun 2016, 5:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চলতি আর্থিক বছরে ২২ লাখ ছেলে-মেয়েকে চাকরি দেবে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় ইনিংসের প্রথম বাজেটে এ কথা জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। বাজেটে নতুন কোনও কর প্রস্তাব না দিয়ে মধ্যবিত্তের মুখে হাসি ফোটালেন ফিকি-র প্রাক্তন সেক্রেটারি জেনারেল।
EiSamay.Com state budget submited by amit mitra
২৫ মিনিটে শেষ অমিত-বাণী! মমতা-মত, 'সুইট বাজেট'


বিধানসভা নির্বাচনে বিপুল ভাবে জিতে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয়বার সরকার গঠনের পর প্রথম বাজেট পেশ করলেন অমিত মিত্র। আট কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। তবে রাজস্ব ঘাটতি আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন তিনি। গত আর্থিক বছরে রাজস্ব ঘাটতি রয়েছে ৯৬৭২ কোটি টাকা। মাসে ১০ হাজার টাকা পর্যন্ত বেতনে বৃত্তিকরে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন অমিত্র মিত্র। রাজ্যের চা বাগানগুলিকে সেস ছাড় দেওয়া হয়েছে বাজেটে। এছাড়া বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যে ভ্যাট-কে আরও সরলীকৃত করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ধাপে ধাপে ই-ক্লাসরুম চালুর প্রস্তাব দিয়েছেন অমিত মিত্র। উচ্চশিক্ষায় ব্যয় বরাদ্দ ধার্য হয়েছে ৪৫৬ কোটি টাকা। আর্থিকভাবে দুর্বল শ্রেণীর পড়ুয়াদের বিশেষ বৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আগামী তিন বছরের জন্য এমএসএমই সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যাসিসট্যান্স স্কিম করা হবে বলে জানিয়েছেন তিনি। এবার থেকে অনলাইনে টিডিএস সার্টিফিকেট মিলবে বলে জানিয়েছেন তিনি। 'সবার ঘরে আলো' প্রকল্পে ১০০ শতাংশ সাফল্য এসেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। মাত্র ২৫ মিনিটের বাজেট বক্তৃতা করেন অর্থমন্ত্রী। তাঁর এই নাতিদীর্ঘ বাজেট বক্তৃতা সম্পর্কে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া: 'সুইট অ্যান্ড সাউন্ড বাজেট। কথা কম কাজ বেশি।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল