অ্যাপশহর

অপেক্ষার অবসান, সোমবার বেরোচ্ছে SSC-র ফল

বশেষে দীর্ঘ দেড় বছরের অধীর অপেক্ষা ও চরম উদ্বেগের অবসান হতে চলেছে।

EiSamay.Com 9 Mar 2018, 1:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অবশেষে দীর্ঘ দেড় বছরের অধীর অপেক্ষা ও চরম উদ্বেগের অবসান হতে চলেছে। ১২ মার্চ, সোমবার প্রকাশিত হতে চলেছে এসএসসি-র নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের তালিকা। সোমবার বিকেল থেকেই কমিশনের ওয়েবসাইটে ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। শুক্রবার এই তথ্যই জানানো হয়েছে কমিশনের তরফে।
EiSamay.Com ssc results to be out on monday
অপেক্ষার অবসান, সোমবার বেরোচ্ছে SSC-র ফল


নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয় ২০১৬ সালে। তার এক বছর পর ২০১৭ সালে হয় মৌখিক পরীক্ষা। এই দুয়ের ভিত্তিতেই সোমবার চূড়ান্ত ফলপ্রকাশ করবে কমিশন। তবে এর পর কাউন্সেলিং কবে হবে সেই সম্পর্কে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কমিশন। নবম ও দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ছিল প্রায় ১৩ হাজার। পরীক্ষা দিয়েছিলেন প্রায় ১ লাখ ৪৩ হাজার পরীক্ষার্থী।

দীর্ঘদিন ধরে ফল প্রকাশে দেরি হওয়ায় বাড়ছিল ক্ষোভ। কিছুদিন আগেই একটি বৈঠকে অবশ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে ২০১৮ সালের মার্চ মাসের মধ্যেই এসএসসি-র ফল প্রকাশিত হবে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল