অ্যাপশহর

শিক্ষামন্ত্রীর আশ্বাসেও অধরা মূল অভিযুক্ত

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, শান্তিপুর কলেজে শিক্ষক হেনস্থার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন৷

EiSamay.Com 31 Aug 2016, 9:46 am
এই সময়, শান্তিপুর: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, শান্তিপুর কলেজে শিক্ষক হেনস্থার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন৷ কিন্ত্ত ওই ঘটনায় মূল অভিযুক্ত মনোজ সরকার এখনও অধরা৷ তিনি ওই কলেজের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক ও স্থানীয় কাউন্সিলর মাধব সরকারের ছেলে৷ পুলিশ আইনানুযায়ী ব্যবস্থা নেবে বলে মন্তব্য করলেও মনোজের প্রতি তাঁদের দুর্বলতা স্পষ্ট হয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের মন্তব্যে৷ রানাঘাটের পুরপ্রধান পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, ‘অধ্যক্ষের ঘরে মনোজকে উত্যক্ত করতে তৈরি ছিলেন কিছু বামপন্থী শিক্ষক ও অশিক্ষক কর্মী৷ তাঁদের উস্কানিতেই হয়তো মনোজ উত্তেজিত হয়ে আঙুল তুলে ফেলেছিল৷’ অধ্যক্ষের দপ্তরে লাগানো সিসিটিভির ফুটেজে মনোজের আঙুল তোলার ছবি অবশ্য আর অস্বীকার করার উপায় নেই৷
EiSamay.Com shantipur college clash follow up main culprit yet to be held
শিক্ষামন্ত্রীর আশ্বাসেও অধরা মূল অভিযুক্ত


সেই বাস্তব বুঝেই হয়তো রানাঘাটের পুরপ্রধান বলেন, ‘শিক্ষকের মাথায় বন্দুক ঠেকানো, হুমকি দেওয়া নিন্দাজনক৷ পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে৷’ তৃণমূল ছাত্র পরিষদের নদিয়া জেলা সভাপতি অয়ন দত্ত বলেন, ‘সংগঠনের কেউ ওই গোলমালে জড়িত থাকলে তা বরদাস্ত করা হবে না৷ তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷’ রানাঘাটের পুরপ্রধান আবার শান্তিপুর কলেজের পরিচালন সমিতির সভাপতিও বটে৷ অধ্যক্ষের ঘরে মনোজের উপস্থিতি নিশ্চিত হলেও স্টাফ রুমে শিক্ষকদের মাথায় পিস্তল ঠেকানোর ঘটনায় তাঁকে এখনও জড়িত করা যাচ্ছে না৷ কেননা, স্টাফ রুমে সিসিটিভিই ছিল না৷ সেই সুযোগই নিচ্ছেন তৃণমূল নেতারা৷

পার্থসারথি বলেন, ‘শিক্ষকের মাথায় কে বন্দুক ঠেকিয়েছিল, জানি না৷’ স্থানীয় তৃণমূল নেতারা নরম মনোভাব দেখালেও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, ‘শান্তিপুরের ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ দলমত নির্বিশেষে শিক্ষাঙ্গনে অরাজকতা বন্ধ করতে সরকার বদ্ধপরিকর৷’ তাঁর আশ্বাস সত্ত্বেও প্রহূত শিক্ষকরাও কারও নাম উচ্চারণ করছেন না৷ উদ্বিগ্ন শিক্ষকরা মঙ্গলবার কলেজেই আসতে চাননি৷ কিন্ত্ত অধ্যক্ষ কড়া মনোভাব নিয়েছেন৷ তিনি কারও হুমকির কাছে মাথা নোয়াতে নারাজ৷ শান্তিপুর কলেজের অধ্যক্ষ বলেন, ‘আমার উপর আক্রমণ হলেও কলেজ বন্ধ রাখব না৷ আমি এই ঘটনার শেষ দেখে ছাড়ব৷ প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছেও যাব৷’

তাঁর অনড় মনোভাবের জন্য কলেজে এ দিন স্বাভাবিক পঠনপাঠন ও প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে৷ কিন্ত্ত শিক্ষকদের চোখে-মুখে আতঙ্ক৷ সোমবার অঙ্কের শিক্ষক অমরজিত্‍ সিংহের মাথায় বন্দুক ঠেকানোর অভিযোগ উঠেছিল৷ তিনি শুধু বলেন, ‘আমার পরিবার উত্‍কণ্ঠায় আছে৷’ স্টাফ রুমে সোমবার হামলার সময় উপস্থিত ইংরাজির শিক্ষক বিমান সমাদ্দার বলেন, ‘পরিচালন সমিতির শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দিন কলেজে এলে ‘দানা ভরে দেব’ বলে হুমকি দিয়েছিল অমরজিত্‍কে৷’ অমরজিত্‍ বামপন্থী শিক্ষক সংগঠন ওয়েবকুটার সদস্য৷ পরিচালন সমিতিতে পছন্দের শিক্ষকদের নির্বাচিত করার জন্যই সোমবার হুমকি দিয়েছিল হামলাকারীরা৷

অধ্যক্ষও বলেন, ‘ওরা বলছিল, শিক্ষক প্রতিনিধি নির্বাচন নিয়ে মাথা ঘামাবেন না৷ খারাপ ভাষায় হুমকি দিয়ে ওরা বলে, ‘বাড়াবাড়ি বন্ধ করে দেব৷ কী করে এখানে চাকরি করেন, দেখে নেব৷’ এর পর ওদের ঠেলে বের করে দিয়েছিলাম৷’ কলেজ নির্বাচন নিয়ে গণ্ডগোল বাধায় মঙ্গলবার ওই নির্বাচনই স্থগিত করার নির্দেশ দিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর৷ অধ্যক্ষকে লেখা চিঠিতে শান্তিপুর কলেজে অপ্রীতিকর পরিস্থিতির রিপোর্টের ভিত্তিতে পরিচালন সমিতির নির্বাচন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে বলেছেন ডিপিআই৷ যদিও তাতে আতঙ্ক কাটছে না শিক্ষকদের৷ মূল অভিযুক্ত মনোজের অবশ্য দেখা মেলেনি৷ বাড়িতে তাঁকে পাওয়া যায়নি৷ মোবাইলও বন্ধ করে রেখেছেন তিনি৷

শান্তিপুরের তৃণমূল পুরপ্রধান অজয় দে শুধু বলেন, ‘পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে৷’ নদিয়ার পুলিশ সুপার শিসরাম ঝাঝোদিয়া সারা দিনে ফোন না ধরায় পুলিশের বক্তব্য জানা যায়নি৷ রানাঘাটের এসডিপিও ইন্দ্রজিত্‍ বসু বলেন, ‘যা বলার সংবাদ মাধ্যমকে পুলিশ সুপারই বলবেন৷’ শান্তিপুর থানা সূত্রে জানা গিয়েছে, একজনকে আটক করা হয়েছে৷ তবে তার নাম জানানো হয়নি৷ সুদীপ বিশ্বাস নামে একজনকে ধরা হয়েছে বলে শোনা গেলেও তার সত্যতা জানা যায়নি৷ থানা শুধু বলেছে, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে খোঁজখবর করা হচ্ছে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল