অ্যাপশহর

সরকারি হাসপাতালের সব ওয়ার্ডেই এবার CCTV-র নজরদারি

কলকাতা মেডিক্যাল কলেজ থেকে শিশুচুরির ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালের নিরাপত্তা আরও বাড়ানোর নির্দেশ দিলেন। বুধবার নবান্নে উচ্চ পর্যায়ের স্বাস্থ্য বিষয়ক বৈঠক হয়।

EiSamay.Com 15 Mar 2017, 5:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজ থেকে শিশুচুরির ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালের নিরাপত্তা আরও বাড়ানোর নির্দেশ দিলেন। বুধবার নবান্নে উচ্চ পর্যায়ের স্বাস্থ্য বিষয়ক বৈঠক হয়। তারপরই একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়। এবার থেকে রাজ্যের সব সরকারি হাসপাতালের সমস্ত ওয়ার্ডে সিসিটিভি বসানো হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সুরজিত্‍ কর পুরকায়স্থ।
EiSamay.Com security system will be tighten up in goverment hospitals
সরকারি হাসপাতালের সব ওয়ার্ডেই এবার CCTV-র নজরদারি


সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা ঢিলেঢালা ছবি নতুন কিছু নয়। এই পরিস্থিতিতে এবার বদল আসতে চলেছে। সরকারি হাসপাতালের নিরাপত্তা বাড়াতে কঠোর অবস্থান নিচ্ছেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালের প্রত্যেক কর্মীর পরিচয়পত্র বাধ্যতামূলক বলে জানালেন সুরজিত্‍ কর পুরকায়স্থ। নিরাপত্তা আরও বাড়াতে কী কী পদক্ষেপ করা যায়, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

শিশুচুরির ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি গুজব ছড়ানোও মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ডিজি। হাসপাতালের নিরাপত্তা কর্মীর সংখ্যাও আরও বাড়ানো হবে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল