অ্যাপশহর

বন্যপ্রাণ রক্ষায় যাত্রা শুরু হল স্বেচ্ছাসেবীদের

বছরের শুরুতে রাজ্য বন দপ্তর সাধারণ মানুষকে ডাক দিয়েছিল , বন্যপ্রাণ রক্ষায় সেনানী হওয়ার জন্য৷

EiSamay.Com 5 Dec 2017, 11:44 am
এই সময় : বছরের শুরুতে রাজ্য বন দপ্তর সাধারণ মানুষকে ডাক দিয়েছিল , বন্যপ্রাণ রক্ষায় সেনানী হওয়ার জন্য৷ বছরের শেষ লগ্নে পৌঁছে সাড়ম্বরে সূচনা হল সেই বন্যপ্রাণ সাথী প্রকল্পের৷ সরকারি ভাবে বন দন্তরে কাজ না করেও গোটা বাংলায় বন্যপ্রাণ রক্ষার কাজে ভলান্টিয়ার হিসেবে যোগ দিলেন সমাজের বিভিন্ন স্তরের ২৩ জন৷ এঁদের মধ্যে যেমন ব্যবসায়ী রয়েছেন , তেমনই এগিয়ে এসেছেন কলেজ ছাত্র, এমনকি বাদশা মৈত্রর মতো পরিচিত অভিনেতাও৷
EiSamay.Com save wildlife in the beginning of the year the state forest department called ordinary people
বন্যপ্রাণ রক্ষায় যাত্রা শুরু হল স্বেচ্ছাসেবীদের


গত ২৫ নভেম্বর উত্তরবঙ্গের মূর্তিতে প্রথম অভিযানে বাছাই করা ১৩ জন্য বন্যপ্রাণ সাথীকে নিয়ে প্রকল্পটির হাতেকলমে যাত্রা শুরু হয়েছিল৷ সোমবার সকালে বিধাননগরে ওয়াইল্ডলাইফ উইংয়ের প্রেক্ষাগৃহে বনমন্ত্রী বিনয় বর্মনের উপস্থিতিতে প্রকল্পের দ্বিতীয় অভিযানের জন্য হাজির হলেন প্রাথমিক ভাবে নির্বাচিত বাকি ১০ জন৷ ভবিষ্যতে এই প্রকল্পে আরও বেশি মানুষকে তাঁরা পাবেন বলে এ দিন আশা প্রকাশ করেন বনমন্ত্রী৷

এই প্রকল্পে আপাতত ডুয়ার্স, পাহাড়ি এলাকা এবং সুন্দরবন-এই তিনটি এলাকাকে বেছে নেওয়া হয়েছে এই নবনিযুক্ত বন্যপ্রাণ সাথীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য৷ ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রথম ধাপে জঙ্গলে থেকে সেখানকার জীবনযাত্রা ও বন্যপ্রাণ রক্ষার কর্মকাণ্ডের প্রাথমিক পাঠ নেবেন এই স্বেচ্ছাসেবীরা৷ তার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বন দপ্তরের ডাকে প্রয়োজনের নিরিখে তাঁরা শ্রম দান করবেন৷ এ দিন বনমন্ত্রী বলেন , ‘প্রথম ১৩ জনের ফিডব্যাক ফর্ম আমি পড়েছি৷ কেউ বলেছেন খাবার নিয়ে সমস্যার কথা৷ আমরা নিশ্চয়ই সেটা দেখব৷ কিন্ত্ত সঙ্গে এটাও বলছি , মাত্র চার দিনে যে খাবারে আপনারা সমস্যায় পড়ছেন , আমাদের বনকর্মীরা সারা বছর পরিবারের থেকে দূরে থেকে ওইসব খেয়েই নিজেরে দায়িত্ব পালন করেন৷ ’
অনুষ্ঠানে এই প্রকল্পের ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল আর কে সিনহা , মুখ্য বনপাল (বন ) এন কে পাণ্ডে এবং বনপাল (বন্যপ্রাণ সদর ) শুভঙ্কর সেনগুন্ত৷ আজ , মঙ্গলবার প্রকল্পে নির্বাচিত দ্বিতীয় দল রওনা হবে সুন্দরবনের উদ্দেশে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল