অ্যাপশহর

ইন্ধন বন্ধ করুন, রাজনাথকে মমতা

দার্জিলিংয়ে লাগাতার হিংসা এবং অশান্তির নেপথ্যে বিজেপির মদত রয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

EiSamay.Com 20 Jun 2017, 8:04 am
তাপস প্রামাণিক ■ আমস্টারডাম
EiSamay.Com rajnath singh appeals to bring peace in the darjeeling by discussion
ইন্ধন বন্ধ করুন, রাজনাথকে মমতা

দার্জিলিংয়ে লাগাতার হিংসা এবং অশান্তির নেপথ্যে বিজেপির মদত রয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ফোন করে তিনি ক্ষোভও উগরে দিয়েছেন৷ সোমবার রাজনাথকে ফোনে মমতা বলেন , ‘দার্জিলিংয়ের গোলমালে তো আপনার দলের লোকেরাই ইন্ধন জোগাচ্ছেন৷ এ রকমটা চলতে থাকলে গোলমাল থামবে কী করে ? আপনি এটা একটু দেখুন৷ ’

সূত্রের খবর , মমতার অভিযোগ শুনে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজনাথ৷ সেই সঙ্গে এ -ও বলেছেন , পাহাড়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে সবরকম সাহায্য করা হবে৷ ঘটনা হল , এ দিনই নয়াদিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন , ত্রিপাক্ষিক বৈঠকের দিন পিছোনো হয়েছে৷ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে দিন চড়ান্ত করা হবে৷ আবার রাজনাথ আশ্বাস দিলেও তাঁর দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ দিনই আবার বলে দিয়েছেন , তিনি গোর্খাল্যান্ডের দাবি সমর্থন করেন৷ এই অবস্থায় তৃণমূল নেতৃত্বের দাবি , মোর্চার বিভিন্ন মিটিং -মিছিলে দলীয় পতাকা হাতে বিজেপি কর্মীদের দেখা যাচ্ছে৷ তার ভিডিয়ো ক্লিপিংসও মুখ্যমন্ত্রীর হাতে এসেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের৷
রাষ্ট্রপুঞ্জের আমন্ত্রণে নেদারল্যান্ডস যাওয়ার আগে এ দিন দমদম বিমানবন্দরে পাহাড়ের অশান্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন , ‘আমরা পাহাড়ে শান্তি চাই৷ তার জন্য যা করতে হয় , করব৷ কয়েকজন গুন্ডা পাহাড়ে গণ্ডগোল পাকাচ্ছে৷ পাহাড়ের সাধারণ মানুষ উন্নয়ন চান৷ কয়েকজনের জন্য পাহাড়কে অশান্ত হতে দেব না৷ প্রশাসন ব্যবস্থা নেবে৷ ’ তাঁর সংযোজন , ‘হিংসাত্মক প্রতিবাদ বরদাস্ত করা হবে না৷ আমার মন্ত্রীরা পরিস্থিতির উপর নজর রাখছেন৷ আমি তো এ -ও শুনলাম , বাংলা সংবাদমাধ্যমকে পাহাড় ছেড়ে নেমে যাওয়ার হুমকি দিচ্ছে জিজেএম৷ ’

তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ও এ দিন বলেন , ‘পাহাড় নিয়ে একটি বিভ্রান্তি তৈরি করা হচ্ছে৷ বাংলা পড়তেই হবে তা তো বলা হয়নি৷ বলা হয়েছে ঐচ্ছিক৷ প্রথমে সেই ইস্যু নিয়ে কিছু করতে না -পেরে মোর্চা ফের সেই পুরোনো ইস্যুতেই ফিরে গেল৷ পাহাড়ে ওদের (গোর্খা জনমুক্তি মোর্চা ) পায়ের তলার মাটি সরে গিয়েছে৷ ’ পাহাড় জুড়ে হিংসাত্মক আন্দোলন চালানো মোর্চা এ দিন আবার জানিয়েছে , ৫০০০ গোর্খাল্যান্ড পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে৷ ফলে সমস্যা আরও বাড়তে পারে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল