অ্যাপশহর

'পরিশ্রম করে যান সাফল্য আসবেই', পেপটক UPSC ক্র্যাক করা ইসলামপুরের কৃতীর

'পরিশ্রমের বিকল্প নেই। লক্ষ্য স্থির থাকলে সাফল্য আসবেই। 'UPSC -তে সাফল্যের দিশা দেখালেন ইসলামপুরের কৃতী। সর্বভারতীয় UPSC পরীক্ষায় ১২৫ Rank প্রিন্সের। শত বাধাতেও নড়েনি ফোকাস...

Lipi 28 Sep 2021, 9:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : লক্ষ্য স্থির থাকলে এবং আত্মবিশ্বাসে অটল থাকলে সফলতা আসবেই। এই আপ্ত বাক্যটাই প্রমাণ করে দেখালেন উত্তর দিনাজপুর তথা ইসলামপুরের মহম্মদ মনজর হুসেন আঞ্জুম ওরফে প্রিন্স। চাকরিজীবনে প্রবেশের পরেও বাবার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে একাগ্র চিত্তে পড়াশোনা শুরু করে সর্বভারতীয় UPSC পরীক্ষায় ১২৫ Rank করলেন প্রিন্স।
EiSamay.Com upsc succed


ইসলামপুরের ছৌসিয়া এলাকার বাসিন্দা প্রিন্স ছোট থেকেই মেধাবী ছিলেন। তাঁর বাবা মহম্মদ মসলেউদ্দিনের স্বপ্ন ছিল, ছেলে IAS অফিসার হবে। যদিও প্রিন্সের সেরকরম কোনও ইচ্ছা ছিল না। তাই গতানুগতিক ধারাতেই পড়াশোনা শুরু করেন তিনি। স্থানীয় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে মাধ্যমিক পাশের পর আলিগড় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর কানপুর IIT থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়ে মুম্বইয়ে একটি বেসরকারি কোম্পানিতে কাজ শুরু করেন প্রিন্স। এর মধ্যে ২০১২ সালে বাবার মৃত্যু হয়। তারপরই বাবার স্বপ্নকে নিজের স্বপ্ন করে কাজের পাশাপাশি ফের পড়াশোনায় মনোনিবেশ করেন প্রিন্স। কিন্তু কাজের সঙ্গে পড়াশোনা করতে গিয়ে প্রস্তুতিতে ফাঁক থেকে যাচ্ছিল। সেই ফাঁক পূরণ করতে ২০১৮ সালে দিল্লিতে যান ইসলামপুরের ছাত্র। সেখানে হামদর্দ স্টাডি সার্কেলে যুক্ত হয়ে সম্পূর্ণভাবে UPSC-র প্রস্তুতিতে মনোনিবেশ করেন তিনি।

প্রিন্সের কথায়,‘প্রস্তুতি নেওয়ার সময় গাইডেন্স খুব দরকার। কেউ যদি বলে দেন, কীভাবে এগোতে হবে, তাহলে সুবিধা হয়। প্রস্তুতি অনেক সহজ হবে। উত্তর লেখায় সুবিধা হবে।’ তাই নিজে লক্ষ্যে পৌঁছনোর পর অন্যদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে আগ্রহী ইসলামপুরের এই নক্ষত্র। সোমবার দিল্লি থেকে বাগডোগরা হয়ে ইসলামপুরে পৌঁছে এলাকা তথা সমগ্র রাজ্যের UPSC পরীক্ষার্থীদের প্রতি প্রিন্সের বার্তা, ‘আমি যা করেছি, তোমরাও করতে পার। যা গাইডেন্স দরকার আমি তোমাদের সাহায্য করব।’

তবে গাইডেন্সের পাশাপাশি একাগ্রতা ও আত্মবিশ্বাস জরুরি বলে মনে করেন প্রিন্স। তাঁর কথায়, ‘পরিশ্রম, একাগ্রতা ও লক্ষ্য ঠিক থাকলে সাফল্য আসবেই। একদিকে শান্ত থাকতে হবে। আরেকদিকে শক্ত থাকতে হবে। আত্মবিশ্বাস থাকতে হবে। আর পড়ার ব্যাপারে আলাদা করে কোনও বিষয়ে জোর না দেওয়াই উচিত। আমি একটা বিষয় পছন্দ করি বলে সেটাই পড়ে যাব, তা হবে না। কারণ নম্বর তুলতে হবে। সেটা না করলে সফলতা আসবে না।’

একাগ্রচিত্তে পরিশ্রম করে বাবার স্বপ্ন সফল করতে পেরে খুশি প্রিন্স বাংলার ক্যাডার হয়েই কাজ করতে আগ্রহী। তাঁর অবশ্য আরেকটি পরিচয় আছে। রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়ন দফতরের মন্ত্রী গোলাম রব্বানির শ্যালিকার ছেলে প্রিন্স। মন্ত্রীও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। আর পুষ্পবৃষ্টি করে এলাকার কৃতি সন্তানকে বরণ করে নিয়েছেন ইসলামপুরের বাসিন্দারা।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল