অ্যাপশহর

SSC Recruitment Scam : গ্রুপ সি পদে চাকরি খোয়ালেন হেমতাবাদের যুব তৃণমূল নেতা, জোর বিতর্ক

গ্রুপ সি পদের ৮৪২ জনের চাকরি বাতিলের মধ্যে নাম রয়েছে হেমতাবাদের যুব তৃণমূল নেতা শামসুর রহমানের।

Produced byসুমন মাঝি | Lipi 12 Mar 2023, 3:41 pm

হাইলাইটস

  • হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি পদ থেকে চাকরি গেল হেমতাবাদ যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শামসুর রহমানের।
  • বাতিলের প্রার্থীদের তালিকা প্রকাশের পর থেকেই স্কুলে হাজিরা দিচ্ছেন না ওই কর্মী।
  • ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে।
Recruitment Scam: গ্রুপ সি চাকরি হারিয়ে ‘বেপাত্তা’ মন্ত্রী-ঘনিষ্ঠ যুব নেতা
West Bengal News : হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি পদ থেকে চাকরি গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতির শামসুর রহমানের। নিয়োগ বাতিলের প্রার্থীদের তালিকা প্রকাশের পর থেকেই স্কুলে হাজিরা দিচ্ছেন না ওই কর্মী। ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না তাঁর সঙ্গে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি পদের ৮৪২ জনের চাকরি বাতিল হয়। সেই তালিকায় নাম রয়েছে হেমতাবাদের সমাসপুর এলাকার বাসিন্দা যুব তৃণমূল নেতা শামসুর রহমানের। তিনি জেলার ইটাহার ব্লকের ছয়ঘড়া হাই স্কুলের গ্রুপ সি পদে নিযুক্ত।

SSC Scam: প্রাথমিকের পর Grp-C চাকরি বাতিল তালিকাতে নাম তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কুরমী বলেন, "গত ৯ মার্চের পর শামসুর রহমান আর স্কুলে আসেননি। ফোনেও ছুটির ব্যাপারে আমার সঙ্গে কোনও যোগাযোগ করেননি।" তালিকা প্রকাশের পর থেকেই ওই কর্মী স্কুলে কাজে যোগ দেননি বলে অভিযোগ।

বিষয়টি নিয়ে শাসক দলের সমালোচনায় মুখর স্থানীয় BJP নেতৃত্ব। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর দিনাজপুর জেলার BJP-র সভাপতি বাসুদেব সরকার বলেন, "এলাকায় একজন সমাজবিরোধী হিসেবে পরিচিত শামসুর রহমান। তিনি যে শাসক দলের নেতা-মন্ত্রীদের হাত ধরে চুরি করে চাকরি নেবেন, এটাই তো স্বাভাবিক।"

WB Recruitment Scam: Grp C চাকরি বাতিলের তালিকায় জেলার একাধিক নামী স্কুলের শিক্ষাকর্মী, তাজ্জব শিক্ষামহল
অন্যদিকে, এব্যাপারে রাজ্যের শিক্ষা প্রতি মন্ত্রী তথা জেলার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মন বলেন শামসুর রহমান আমার ঘনিষ্ঠ কেউ নন। তিনি একজন তৃণমূল কংগ্রেস সৈনিক। তবে তাঁর চাকরির ব্যাপারে আমার কিছু জানা নেই। আইন আইনের পথে চলবে।

অন্যদিকে, এদিন মোবাইলে শামসুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল সুইচ অফ ছিল। উল্লেখ্য, গত শনিবার রাজ্য সরকারের স্কুলগুলিতে গ্রুপ সি-তে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। শুনানি শেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, ৫৭ জন যাঁরা সুপারিশ না পেয়ে চাকরি করছেন, তাঁদের চাকরি বাতিল করবে আদালত।

আর ৭৫৮ জনের সুপারিশ প্রত্যাহার করবে কমিশন। শুধু তাই নয়, ১১ মার্চ থেকে স্কুলে ঢুকতে পারবেন না তাঁরা বলেও জানান হয়। প্রসঙ্গত, শনিবার দুপুর ১২ টার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে সুপারিশপত্র বাতিল করে কমিশন।

Calcutta High Court: এবার গ্রুপ সি, ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
সেদিনই বিকেল ৩ টের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগপত্র বাতিল করে মধ্য শিক্ষা পর্ষদ। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আগামী ১৬ মার্চের মধ্যে গ্রুপ সি তে চাকরি পাওয়া সব ব্যক্তির নিয়োগপত্র স্কুল সার্ভিস কমিশনকে পাঠাতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। ২৭ মার্চের মধ্যে তা খতিয়ে দেখবে কমিশন। আগামী ২৯ মার্চ হবে পরবর্তী শুনানি।
লেখকের সম্পর্কে জানুন
সুমন মাঝি
ডিজিটাল মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পার করেছেন সুমন। রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ, বিদেশ, উত্তর-পূর্ব ভারতের পাশাপশি বাংলাদেশের খবর এই সময় ডিজিটালের পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছেন। সত্য ঘটনা পাঠকদের কাছে তুলে ধরাই একমাত্র লক্ষ্য। কঠোর পরিশ্রমই, যে সফলতার একমাত্র পথ এই ফর্মুলায় বিশ্বাস করে সুমন। সিনিয়রদের থেকে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করে চলেছেন। নিউজ পোর্টালের হাত ধরে পথচলা শুরু, বর্তমানে এই সময় ডিজিটালে কর্মরত‌। কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে খুব ভালোবাসে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ে নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।... আরও পড়ুন

পরের খবর