অ্যাপশহর

‘ম্যাজিশিয়ান নিয়ে আসুন, তাঁকে বলুন টাকা দিতে’, বিধায়ককে কড়া ধমক মুখ্যমন্ত্রীর

দুই দিনাজপুরের একাধিক প্রকল্পের আলোচনা প্রশাসনিক সভায়। একইসঙ্গে পুরভোট নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর... বিধায়কদের বেশ কিছু দাবি ও অভিযোগ শুনে এদিন মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী।

EiSamay.Com 7 Dec 2021, 5:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বৈঠকে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কের দাবি শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরীর মুখে পৃথক ইসলামপুর জেলার দাবি শুনে রেগে যান মুখ্যমন্ত্রী। বলেন, 'প্রশাসনিক বৈঠকে এসব দাবি করা ঠিক নয়। এরপর তো অফিসার পাওয়া যাবে না। সদ্যই এতগুলি জেলাকে ভেঙে দেওয়া হয়েছে। ভৌগোলিক অবস্থান, দূরত্ব দেখে দাবি করুন! সুন্দরবন কতটা বড় জানেন? এবার তো বলবেন ঘরের মধ্যে সাব ডিভিশন করে দিন। সদ্য জিতেছেন এবার ভালো করে কাজ করুন। '
EiSamay.Com mamata banerjee 7 dec


বিধায়কদের দাবিদাওয়া শুনে টেনে আনেন রাজ্যের কোষাগারের টানাটানির প্রসঙ্গও। বিধায়কদের মুখে সরকারি প্রকল্পের পাশাপাশি অধিক আবেদন শুনে ক্ষোভ উগরে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। বলেন, ‘আপনারা একটা কাজ করুন। ম্যাজিশিয়ান নিয়ে আসুন, তাঁকে বলুন টাকা দিতে। লক্ষ্মীর ভাণ্ডারে আমার কোটি কোটি টাকা যাচ্ছে। কেন্দ্র একটা টাকা দেয় না। Covid-এ সব শেষ। আর্নিং নেই, শুধুই বার্নিং। আগামী ২ বছর কিছু চাইবে না। এখন ভালো করে কাজ করুন। সব দাবি মানা সম্ভব নয়।’ উল্লেখ্য, বিধায়ক আবদুল করিম চৌধুরীকে ভর্ৎসনা করলেও পরে তাঁর সঙ্গে কথা বলে পরিবারের খবরও নেন মুখ্যমন্ত্রী।

BSF অত্যাচার চালাচ্ছে, নাগাল্যান্ডে কী হল তো দেখলেন: মমতা

উত্তরবঙ্গে সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের জন্যই মঙ্গলবার সকালে মালদা থেকে রায়গঞ্জে পৌঁছান মুখ্যমন্ত্রী। রায়গঞ্জের কর্ণজোড়ায় দুই দিনাজপুরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে পুরভোট নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। 'আগামী ২-৩ মাসের মধ্যে সমস্ত পুরভোট হবে।' সেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত দুয়ারে সরকারে ৩ কোটিরও বেশি মানুষ সুবিধা পেয়েছেন।কোভিড পরিস্থিতিতে বড় মাঠে দুয়ারে সরকার প্রকল্পের আয়োজন করার নির্দেশ। খবর নিলেন তুলাইপুঞ্জী চালের চাষ নিয়েও। এই তুলাইপুঞ্জী চাল রফতানিতে বড় অঙ্ক আয় রাজ্যের। তাই চাষ বাড়ানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে রায়গঞ্জ -বারসই রাস্তার কাজ শেষ করার আবেদন জানান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণবাবুর এই প্রস্তাবে সহমত পোষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রায়গঞ্জের বোগ্রামে অবস্থিত পরিত্যক্ত স্পিনিং মিলে টেক্সটাইল পার্ক গড়ে তুলবে রাজ্য সরকার। পাশাপাশি কালিয়াগঞ্জের চান্দোল এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরীর বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল