অ্যাপশহর

মুখ্যমন্ত্রীর সফরের অপেক্ষায় নারায়ণগড়

কথা দিয়েছিলেন জোটপ্রার্থী হারলেই নারায়ণগড়ে এসে প্রথম সভা করবেন তিনি৷ সেই সভায় খাবেন বেলদার বিখ্যাত ডালের বড়া৷

EiSamay.Com 25 May 2016, 5:02 pm
এই সময়, নারায়ণগড়: কথা দিয়েছিলেন জোটপ্রার্থী হারলেই নারায়ণগড়ে এসে প্রথম সভা করবেন তিনি৷ সেই সভায় খাবেন বেলদার বিখ্যাত ডালের বড়া৷ সেই মতো ‘দিদি’র আসার আশায় দিন গুণছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কর্মী -সমর্থকরা৷ দলীয় সূত্রে খবর, ২৭ তারিখ শপথ গ্রহণ হয়ে যাওয়ার পর মে মাসের শেষ সন্তাহ বা জুনের প্রথমে নারায়ণগড় আসবেন মুখ্যমন্ত্রী৷ নারায়ণগড়ই হবে দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সরকারি কর্মসূচি৷ সব কিছু প্রায় ঠিক৷ এখন শুধু সময়ের অপেক্ষা৷
EiSamay.Com public wants to trip of mamata in narayangarh
মুখ্যমন্ত্রীর সফরের অপেক্ষায় নারায়ণগড়


বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ভোটের প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘এ বার ওঁকে (সূর্যকান্ত মিশ্রকে) হারিয়ে দিন৷ আপনাদের যা চাই দেব৷ জোটের প্রার্থীকে হারিয়ে তৃণমূল প্রার্থীকে জিতিয়ে দিলে আমি নারায়ণগড়ে এসে প্রথম সভা করব৷’ কথা রাখছেন মুখ্যমন্ত্রী৷ শপথ গ্রহণের পরই নারায়ণগড় আসছেন তিনি৷ সূত্রের খবর, সেই বার্তা এসে পৌঁছেছে প্রশাসনের কাছেও৷ দলের নেতা ও প্রশাসনিক কর্তাদের তোড়জোড় শুরু হয়েছে৷ বাম-কংগ্রেস জোটের মুখ, সিপিএমের রাজ্য সম্পাদক নারায়ণগড়ের প্রার্থী সূর্যকান্ত মিশ্রকে ১৩ হাজারের বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোত ঘোষ৷ তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী আসবেন, এটা ঠিক৷ কিন্ত্ত কবে আসবেন , তা এখনও চূড়ান্ত হয়নি৷ তবে নারায়ণগড়ে সরকারি কর্মসূচি হবেই৷’ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, ‘ঠিক কী কর্মসূচি আছে, এখনই বলতে পারছি না৷’

দিনক্ষণ ঠিক না হলেও দিদি এলেই যে বেলদার সুভাষপল্লিতে খবর যাবে, তা একরকম ঠিক হয়ে আছে৷ ডালের বড়ার জন্য নাম রয়েছে সুভাষপল্লির৷ জনৈক তৃণমূল নেতা বললেন, ‘দিদি এলেই ওখান থেকে ডালের বড়া এনে খাওয়ানো হত৷ এ বার তো আনা হবেই৷’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল