অ্যাপশহর

ফের জনতার মাঝে ফিরে আসার ঘোষণা মদনের

২২ মাসের জেল৷ তারপর কিছুদিন ‘বিশ্রাম’৷ ফের ময়দানে মদন৷ নিজে বলছেন, ‘আমি জনতার মাঝে আবার আসছি৷ আমার উপর ভরসা রাখুন৷’

EiSamay 8 Dec 2017, 6:04 pm
এই সময়, মেদিনীপুর: ২২ মাসের জেল৷ তারপর কিছুদিন ‘বিশ্রাম’৷ ফের ময়দানে মদন৷ নিজে বলছেন, ‘আমি জনতার মাঝে আবার আসছি৷ আমার উপর ভরসা রাখুন৷’ ২১জুলাইয়ের সভামঞ্চে তাঁকে দেখা যায়নি৷ মাঝে একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি৷ তারপর দলনেত্রীর ভরসায় এখন বিকেল হলেই নিয়মিত যান তৃণমূল ভবনে৷ বুধবার ধর্মতলার তৃণমূলের সভামঞ্চে হাজির ছিলেন তিনি৷ ক্রমশ পদ্মের পাপড়ির মতো নিজেকে মেলে ধরছেন মদন৷ গত কয়েক মাসে কামারহাটি ও তার আশপাশের এলাকায় শুরু করেছিলেন জন সংযোগ৷ বৃহস্পতিবার তাঁকে দেখা গেল মেদিনীপুরে৷ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুত্ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের সভায় হাজির হয়ে তিনি বলেন, ‘ফুল তো জরুর খিলেঙ্গে৷ জঙ্গলে কি ময়দানে ফের মিলেঙ্গে৷ আমি ট্রাকেই আছি৷ বাইরে নেই৷ কিছুদিন ক্রীড়ামন্ত্রী হিসেবে কাজ করেছি৷ আমি জনতার মাঝে আবার আসছি৷ ’
EiSamay.Com prime among the examples used during this intense campaign was that of madan mitra
ফের জনতার মাঝে ফিরে আসার ঘোষণা মদনের


বুধবার ধর্মতলায় তৃণমূলের সভায় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন , দলের জয়রথ এগিয়ে নিয়ে যেতে তিনিই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সারথির ভূমিকায়৷ এদিন মেদিনীপুরে মদনও বলেন , ‘আমি একজনকেই স্যালুট করি৷ একজনেরই কথা শুনি৷ আমার একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ’মেদিনীপুরে রাজ্য বিদ্যুত্ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের সভায় তিনি বলেন , ‘আমি বাইশ মাস জেল খেটেছি৷ আমাকে প্রভাবশালী বলে আটকে রাখা হয়েছিল৷ আমি বলি আমি প্রভাবশালী নই , বাহুবলী , আমি বলি আমি বৈষ্ণব পদাবলী৷ ’ তিনি যে অনুগত সৈনিক , এদিন তাঁর বক্তব্যে বারে বারে উঠে এসেছে সেই কথা৷ দলনেত্রী যে তাঁকে পুনর্জন্ম দিয়েছেন সেকথা স্মরণ করাতে গিয়ে তিনি বলেন , ‘আমি আমার নেত্রীর নির্দেশের বাইরে , দলের বাইরে , কোনও কথা বলতে আসিনি৷ রাজ্য বিদ্যুত্ পর্ষদের কর্মচারী ইউনিয়নের সমস্ত দাবি আমাদের সরকারের পক্ষে নয়৷ অনেক দাবি রয়েছে , যেগুলি সরকার বিরোধী৷ সেই দাবি সঠিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া মানে , দলের বিরোধীতা নয়৷ আমাদের দলে একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমি তাঁকে স্যালুট করি৷ তাঁকেই মেনে চলি৷ যদি কাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , ল্যাম্পপোস্টকে মেনে নিতে , তাহলে ল্যাম্পপোস্টকেই মেনে নেব৷ কিন্ত্ত সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলতে হবে৷ কারণ আমি তাঁর দল করি৷’

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুত্ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক অরিজিত্ দত্ত তাঁর সামনেই অবশ্য বলেন , ‘বাচ্চা না -কাঁদলে মা কখনও শিশুকে দুধ দেয় না৷ আমরা তৃণমূল ইউনিয়ন করলেও আমাদের কাঁদতে হবে৷’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন , ‘এরপরেও আমাদের দাবি মানা না -হলে , আগামী দিনে বিদ্যুত্ ভবনের সামনে আমরণ অনশন করব৷ ’মদন মিত্র অবশ্য তাঁকে সার্টিফিকেট দিয়ে বলেন , ‘অরিজিত্ দত্তের নেতৃত্বেই উত্তর থেকে দক্ষিণ , সারা রাজ্যে বিদ্যুত্ পর্ষদ কর্মীদের আন্দোলন চলবে৷ আমি মুখ্যমন্ত্রীকে বোঝাবো৷ পর্ষদের কর্মীরা আপনার সন্তানসম৷ ’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল