অ্যাপশহর

পাহাড়ে প্রশ্ন, বিমলকে নিয়ে অস্বস্তি বিজেপির

গোর্খাল্যান্ড না অখণ্ড বাংলা ?রাজ্য বিজেপির ঘোষিত রাজনৈতিক অবস্থান গোর্খাল্যান্ডের বিপক্ষে৷

EiSamay.Com 15 Oct 2017, 11:22 am
এই সময় : গোর্খাল্যান্ড না অখণ্ড বাংলা ?রাজ্য বিজেপির ঘোষিত রাজনৈতিক অবস্থান গোর্খাল্যান্ডের বিপক্ষে৷ কিন্ত্ত নেতাদের বার বারই গোর্খাল্যান্ড আন্দোলনের শীর্ষ নেতা বিমল গুরুংয়ের পক্ষে সওয়াল করতে শোনা গিয়েছে৷ এমনকী , রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রকাশ্যেই একাধিক বার বলেছেন , পাহাড়ে মানুষ বিমলের পাশে৷ উনি-ই পাহাড়ের শেষ কথা৷ পাহাড় ইস্যুতে বিজেপির এই দ্বৈত অবস্থান নিয়েই শনিবার প্রশ্ন উঠল দলের রাজ্য কমিটির বৈঠকে৷ শুধু তাই নয় , পার্টির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশের নির্দেশে রাজনৈতিক প্রস্তাব থেকেও বাদ দিতে হল বিমল গুরুংয়ের নাম৷
EiSamay.Com police continue to look for gjm chief bimal gurung
পাহাড়ে প্রশ্ন, বিমলকে নিয়ে অস্বস্তি বিজেপির


কালচিনির বিধায়ক তথা রাজ্য বিজেপি নেতা মনোজ টিগ্গা সল্টলেকে রাজ্য কমিটির বৈঠকে শিবপ্রকাশের কাছে জানতে চান , পাহাড় নিয়ে দলের অবস্থানটা ঠিক কী ? সূত্রের খবর , কোনও রাখঢাক না করেই মনোজ বলেন , ‘এক দিকে আমরা বলছি পৃথক রাজ্যের পক্ষে নয়৷ অন্য দিকে , পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে যাঁর নেতৃত্বে অন্দোলন হচ্ছে , তাঁকে সমর্থন করছি৷ ফলে সমতলের মানুষ বিভ্রান্ত হচ্ছেন আমাদের রাজনৈতিক অবস্থান নিয়ে৷ পার্টির নিচুতলাতেও বিভ্রান্তি ছড়াচ্ছে৷ ’

মনোজের এই চাঁছাছোলা প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি শিবপ্রকাশ৷ তিনি শুধু বলেন , ‘পাহাড় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সঙ্কীর্ণ রাজনীতি করছেন , আমরা তার বিরুদ্ধে৷ ’ কিন্ত্ত মমতা -বিরোধিতা করতে গিয়ে বিজেপি পাহাড় ইস্যুতে নিজেদেরও যে বিরোধিতা করে ফেলছে , তা ঠারেঠোরে শিবপ্রকাশ , বিজয়বর্গীয়দের বুঝিয়ে দিয়েছেন রাজ্য কমিটির অনেক সদস্যই৷ বস্ত্তত , তার জেরেই রাজনৈতিক প্রস্তাব থেকে বাদ দেওয়া হয়েছে গুরুংয়ের নাম৷ বিজেপির অন্দরের খবর , রাজ্য কমিটির বৈঠকের খসড়া রাজনৈতিক প্রস্তাবে লেখা হয়েছিল , মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুং এবং বিনয় তামাং দু’জনের নামই আছে৷

কিন্ত্ত রাজ্য সরকার বিমলের বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করেছে আর বিনয়কে সসম্মানে জিটিএ -র চেয়ারম্যানের চেয়ারে বসিয়েছে৷ শিবপ্রকাশ রাজ্য কমিটির বৈঠকে খসড়া রাজনৈতিক প্রস্তাব থেকে বিমল এবং বিনয়ের নাম বাদ দিতে বলেন৷ রুদ্ধদ্বার বৈঠকে তাঁর যুক্তি , বিষয়টি নিয়ে এত বিস্তারিত লেখার প্রয়োজন নেই৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা , রাজ্য বিজেপির একাংশের মাত্রাতিরিক্ত বিমল -ভজনার জেরে সমস্যায় পড়ছেন সমতলের বিজেপি নেতাকর্মীরা৷ মনোজ টিগ্গা যেমন সরাসরি দলের পাহাড় -অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন৷ কালচিনির মতো বাঙালি অধ্যুষিত এলাকায় রাজনীতি করতে গিয়ে তাঁকে বার বার ভোটারদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে৷

একই অবস্থা রায়গঞ্জ , মালদহ , দুই দিনাজপুরের বিজেপি নেতাদের৷ সম্প্রতি পাহাড়ে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হেনস্থার শিকার হয়েছেন৷ প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল হয়েছে৷ রাজ্য কমিটির বৈঠকে উদ্বোধনী ভাষণে দিলীপ নিজের ঢাক নিজে পিটিয়ে বলেন , পাহাড়ে তিনি আক্রান্ত হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে শ ’য়ে শ ’য়ে মিছিল হয়েছে৷ এতে রাজ্য বিজেপি রাজনৈতিক ভাবে লাভবান হয়েছে৷ কিন্ত্ত মনোজ পাহাড় নিয়ে দলের অবস্থান সম্পর্কে প্রশ্ন তোলার পর কৈলাস , শিবপ্রকাশের মতো কেন্দ্রীয় নেতারা আর পাহাড় ইস্যুতে দিলীপের পক্ষে একটি প্রশংসাসূচক বাক্যও খরচ করেননি৷ রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার কথায় , ‘পুলিশ অফিসার অমিতাভ মালিকের হত্যার পর বাঙালি সেন্টিমেন্ট পুরোপুরি গুরুংদের বিরুদ্ধে চলে গিয়েছে৷ এই অবস্থায় বিমলের পক্ষে সওয়াল করলে আমরা সমতলে জনসমর্থন হারাব৷ ’ ঠিক সে কারণেই রাজ্য কমিটির বৈঠকের শুরুতে শোকপ্রস্তাব নেওয়া হয় অমিতাভর মৃত্যুতে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল