অ্যাপশহর

শীতে ঘাটতি মাঘের গোড়ায়

আবহবিদদের পর্যবেক্ষণ, এখন শুকনো, হিমেল উত্তুরে-পশ্চিমি বাতাস বইছে বলে পারদ নিম্নমুখী। মঙ্গলবার থেকে দুর্বল হয়ে পড়বে উত্তর ভারতের কনকনে বাতাস। ফলে পারদ চড়বে, কমবে ঠান্ডা। মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান, উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পর পর দু’টি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে। তাই উত্তুরে বাতাসের গতিপথ রুদ্ধ হয়ে যাবে।

EiSamay.Com 13 Jan 2020, 8:02 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পশ্চিমি ঝঞ্ঝার ফাঁড়ায় ‘উষ্ণ’ মকরসংক্রান্তি দেখেছিল ২০১৯। কলকাতার তাপমাত্রা পৌঁছেছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। এ বছরও সেই সম্ভাবনা জোরদার। নেপথ্যে জোড়া ঝঞ্ঝাই!
EiSamay.Com কলকাতায় শীত
কলকাতায় শীত


সাম্প্রতিক ঝঞ্ঝার মেঘ-বৃষ্টির পালা শেষে শনিবার শীত ফিরেছিল কলকাতায়। রবিবার আলিপুরের তাপমাত্রা নামে ১২.২ ডিগ্রি সেলিসিয়াসে। কিন্তু শীতের দাপট আরও বাড়ার সুযোগ তেমন রইল না। সোমবার পর্যন্ত ঠান্ডা আমেজ থাকবে। মঙ্গলবার থেকেই কমবে শীতের অনুভূতি। বুধবার, পৌষের শেষ দিন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মকরসংক্রান্তিতে কলকাতার রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে পৌঁছে যেতে পারে। মাঘের শুরুতেও দিনকয়েক শীতঘুমে থাকবে শীত।

আরও পড়ুন: উত্তেজনা চরমে, ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে ফের ভয়াবহ হামলা

আবহবিদদের পর্যবেক্ষণ, এখন শুকনো, হিমেল উত্তুরে-পশ্চিমি বাতাস বইছে বলে পারদ নিম্নমুখী। মঙ্গলবার থেকে দুর্বল হয়ে পড়বে উত্তর ভারতের কনকনে বাতাস। ফলে পারদ চড়বে, কমবে ঠান্ডা। মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান, উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পর পর দু’টি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে। তাই উত্তুরে বাতাসের গতিপথ রুদ্ধ হয়ে যাবে। একটি ঝঞ্ঝা এই মুহূর্তে কাশ্মীরে ঢুকেছে। এই ঝঞ্ঝাটি যেতে না-যেতেই বুধবার থেকে আরও একটি ঝঞ্ঝা চলে আসবে। সেটির রেশ যতদিন থাকবে, ততদিন ঠান্ডা পড়ার সম্ভাবনা কম থাকবে।’ তবে জোড়া ঝঞ্ঝার প্রভাবে প্রবল তুষারপাত হবে কাশ্মীর-হিমাচলে। তাই মাঘের গোড়ায় না-হোক, তার দিনকয়েকপর জাঁকিয়ে ঠান্ডার আশা রাখতেই পারেন শীতপ্রেমীরা।

আরও পড়ুন: নজরে পরিবেশ, আমূল বদলে গিয়েছে সাগরমেলার ছবি

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল