অ্যাপশহর

বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি, সন্ধের পর ঝড়-বৃষ্টির পূ্র্বাভাস রাজ্যে!

লকডাউনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। গৃহবন্দি থেকেও গরমে জেরবার শহরবসী। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, শনি ও রবিবার ঝড়-বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, দুই মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদে।

EiSamay.Com 11 Apr 2020, 10:53 am
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তর পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে। যার ফলে বঙ্গোপসাগরের পূবালী হাওয়া এবং পশ্চিমি ঝঞ্ঝা ঠাণ্ডা হাওয়ার মিশ্রণ ঘটে রাজ্যে বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গুমোট আবহাওয়া। যার ফলে গৃহবন্দি থেকেও গরমে জেরবার শহরবসী।
EiSamay.Com বজ্র বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা
বজ্র বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা


শনিবার সকালের দিকে আকাশ মেঘলা থাকে। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ
তাপমাত্রা ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এ দিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৯ শতাংশ।

আবহাওয়া দফরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার শিলাবৃষ্টি চলেছে পাহাড়ে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় জলপাইগুড়ির একাংশে। সেখানে বাজ পড়ে জখম হয় তিন জন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে। ঝড়বৃষ্টির ফলে গাজলডোবা, লাটাগুড়ি দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন হয়ে যায়। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। সিকিম,উত্তরবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা। হালকা বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়। আগামী কয়েকদিন আসাম-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড় বৃষ্টি এমনকী কালবৈশাখী হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনি এবং রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, দুই মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদে ঝড় -বৃষ্টি এমনকী শিলাবৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন: বাংলায় করোনার থাবা LIVE: উদ্বেগ বাড়ছে রাজ্যে, তীক্ষ্ণ নজর 'হটস্পট' এলাকায়

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল