অ্যাপশহর

পুরুলিয়ায় প্রকৃতি রক্ষার চেষ্টা, নিখোঁজ ২ পরিবেশকর্মী!

অযোধ্যা পাহাড়ে প্রাকৃতিক সম্পত্তি রক্ষার উপর আন্দোলন নিয়ে তথ্যচিত্রের প্রদর্শনীর জন্য পুরুলিয়া গিয়েছিলেন দু'জনে।

EiSamay.Com 11 Sep 2019, 9:35 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই নিখোঁজ পরিবেশ অধিকার রক্ষা কর্মী ইমন সাঁতরা ও কৌশিক মুখোপাধ্যায়। অযোধ্যা পাহাড়ে প্রাকৃতিক সম্পত্তি রক্ষার উপর আন্দোলন নিয়ে তথ্যচিত্রের প্রদর্শনীর জন্য পুরুলিয়া গিয়েছিলেন তাঁরা। মঙ্গলবার সকাল থেকেই তাঁদের কোনও খোঁজ মিলছে না।
EiSamay.Com Purulia
অযোধ্যা পাহাড়ের প্রতীকী ছবি



ইমন ও কৌশিকের ঘনিষ্ঠ মহলে আশঙ্কা, দুই সমাজকর্মীদের নিখোঁজের পিছনে পুলিশেরই হাত থাকতে পারে। অভিযোগ, গত ১৪ জুলাই অযোধ্যা পাহাড় এলাকায় 'ঠুড়গা প্রকল্প' নিয়ে জনসভা শেষে কলকাতা ফিরছিলেন একদল সমাজকর্মী। অভিযোগ, বনাধিকার আইন নিয়ে কর্মরত পড়ুয়া-শিক্ষক দলকে হুমকি দেন বাঘমুণ্ডি থানার পুলিশকর্মীরা। এমনকী পুলিশের 'বড়বাবু' ওই যুবকদের 'মাওবাদী' আখ্যা দিয়ে 'UAPA-কেস দিয়ে দেব' হুমকি দেন বলে অভিযোগ।

পুরুলিয়ার বিভিন্ন বন-এলাকায় গাছ কেটে, প্রকৃতি ধ্বংস করে জলবিদ্যুৎ প্রকল্প গড়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ এই পরিবেশ কর্মীদের। এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল