অ্যাপশহর

ফারাক্কা সেতু বিপর্যয়কাণ্ডে দায় কার? শুরু হয়েছে চাপানউতোর

সূত্রের খবর, আচমকা প্রথম ও দ্বিতীয় স্তম্ভের উপরের অংশটি ভেঙে পড়ে। তার উপরে থাকা ক্রেনটিও ভেঙে পড়ে। প্রথমে ভেঙে পড়ে সেতুর বিয়ারিং তার পর ভাঙে দুটি গার্ডার। প্রযক্তিগত ত্রুটি, নাকি নিম্নমানের কাঁচামাল?

EiSamay.Com 17 Feb 2020, 9:34 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ফারাক্কায় নির্মীয়মাণ সেতুর একটি অংশ ভেঙে পড়ে রবিবার সন্ধেয় মৃত্যু হল ৩ জনের। তাঁদের মধ্যে একজন ইঞ্জিনিয়ারও ছিলেন। মৃত ওই ইঞ্জিনিয়ারের নাম শ্রীনিবাস রাও (৩৫)। মৃত্যু হয় শচীন প্রতাপের। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শ্রীনিবাসের বাড়ি অন্ধ্রপ্রদেশে। শচীনের বাড়ি উত্তরপ্রদেশে। প্রশাসনিক সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁদের এক জন ইঞ্জিনিয়ার অন্য জন তাঁর সহযোগী।
EiSamay.Com তদন্তের দাবি
তদন্তের দাবি


গুরুতর জখম হয়েছেন রঞ্জন মেহতা এবং মুকেশ পাণ্ডে সহ চার জন। তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, বেশ কয়েক জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাই এলাকার বাসিন্দাদের আশঙ্কা, হতাহতের সংখ্যা পরে বাড়তেও পারে। হাসপাতাল সূত্রে খবর, বিহারের বাসিন্দা রঞ্জন ও মুকেশকে রাতে কলকাতার এসএসকেএমে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার কারণ নিয়ে শুরু হয়েছে চাপানউতর। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে তুলোধোনা করেছে তৃণমূল। ঘটনার তদন্ত নিয়ে দাবি জানিয়েছে কংগ্রেস ও তৃণমূল।

সূত্রের খবর, আচমকা প্রথম ও দ্বিতীয় স্তম্ভের উপরের অংশটি ভেঙে পড়ে। তার উপরে থাকা ক্রেনটিও ভেঙে পড়ে। প্রথমে ভেঙে পড়ে সেতুর বিয়ারিং তার পর ভাঙে দুটি গার্ডার। প্রযক্তিগত ত্রুটি, নাকি নিম্নমানের কাঁচামাল? এই নিয়ে অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা। তবে, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের মাধ্যমে জানা গিয়েছে এটি নিছকই দুর্ঘটনা। প্রযুক্তিগত কোনও সমস্যা নেই। তৃণমূলের মালদহ জেলার কার্যকরী সভাপতি বাবলা সরকার বলেন, 'যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে প্রশাসন প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ করুক। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকেও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে'।

মালদহের ইংরেজবাজারের তৃণমূল বিধায়ক নিহার ঘোষ বলেন , 'সঠিকভাবে কাজ না হওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। আহত এবং মৃতদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি'। সোমবার ঘটনাস্থলে পৌঁছবেন বিজেপি বিধায়ক।

আরও পড়ুন: ভেঙে পড়ল ফারাক্কা ব্যারেজের নির্মীয়মাণ সেতু, মৃত অন্তত ৩

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল