অ্যাপশহর

পুরভোটের আগে বিপুল অস্ত্রভণ্ডারের সন্ধান মুর্শিদাবাদে, ধৃত ৪

জেলা পুলিশের এক কর্তা জানান, ধৃতরা বেআইনি অস্ত্রের কারবারে জড়িত। জেরায় তারা নিজেরাই এ কথা স্বীকার করে। এদের কাছ থেকে কে বা কারা আগ্নেয়াস্ত্র কেনে বা কিনত, পুলিশ তা জানার চেষ্টা করছে।

EiSamay.Com 2 Feb 2020, 1:30 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সামনে পুরভোটকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র ও গোলাগুলি মজুদ হতে শুরু করেছে মুর্শিদাবাদে। বেড়েছে বেআইনি অস্ত্রের কারবারও। গত দু'দিনে মুর্শিদাবাদ জেলার রানিনগর ও জেলা সদর বহরমপুরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মোট চার জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছে থেকে বেআইনি অস্ত্রশস্ত্র ছাড়াও প্রচুর পরিমাণে গোলাগুলি পুলিশ বাজেয়াপ্ত করেছে।
EiSamay.Com bijnor
উদ্ধার আগ্নেয়াস্ত্র, প্রতীকী ছবি...


জেলা পুলিশের এক কর্তা জানান, ধৃতরা বেআইনি অস্ত্রের কারবারে জড়িত। জেরায় তারা নিজেরাই এ কথা স্বীকার করে। এদের কাছ থেকে কে বা কারা আগ্নেয়াস্ত্র কেনে বা কিনত, পুলিশ তা জানার চেষ্টা করছে।

মুর্শিদাবাদ জেলা পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, শুধু জানুয়ারি মাসেই বেআইনি অস্ত্র কারবারে জড়িত থাকার অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাজা গুলিসহ ৩৮টি আগ্নেয়াস্ত্রও।

জেলাপুলিশ সুপার অজিত সিং যাদব জানান, বেআইনি অস্ত্র বিক্রির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে জেলার সবক'টি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযানও চলছে।

তার প্রেক্ষিতেই রানিনগর থানার গোধানপাড়া প্রাইমারি স্কুলের কাছ থেকে ধরা পড়ে রকিবুল মণ্ডল ও পিন্টু শেখ নামে দু'জন? তাদের কাছ থেকে ১০টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও ২৮টি গুলি ও ১৮টি ম্যাগাজিন পাওয়া যায়। এর কয়েক ঘণ্টার মধ্যেই বহরমপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ধরা পড়ে আরও দু'জন। তাদের কাছে ৪০০টি তাজা কার্তুজ মিলেছে।

মাস কয়েকের মধ্যেই পুরসভা নির্বাচন। তার আগে অবৈধ অস্ত্রের কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে বলেই অভিমত জেলা পুলিশের আধিকারিকদের।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল