অ্যাপশহর

হাইব্রিড সব্জি চাষে অনুদান দেবে রাজ্য সরকার

দারুণ গ্রীষ্মেও বাজারে মিলছে শীতের সব্জি। ফুলকপি, বাঁধাকপি পাওয়া যাচ্ছে প্রায় বছরভর। কৃষিবিজ্ঞানীদের মতে, হাইব্রিডের দৌলতেই মিলছে এই অসময়ের সব্জি। ফুলকপি, বাঁধাকপি হাইব্রিড পদ্ধতিতে চাষ করা হয় বলে অসময়ে এই সব্জি মেলে।

EiSamay.Com 23 Nov 2019, 3:30 am
এই সময় ডিজিটাল ডেস্ক: হাইব্রিড সব্জি চাষে উৎসাহ দিতে এ বছর বিশেষ প্রচারাভিযান চালাচ্ছে উদ্যানপালন দপ্তর। এই চাষে বিঘা প্রতি চার হাজার টাকা করে অনুদান মিলবে। সেই অনুদান যাতে সকলের কাছে পৌঁছয় তার জন্য কালনা মহকুমার ব্লকে ব্লকে বিশেষ প্রচারাভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। হাইব্রিড সব্জি চাষের জন্য যাঁরা অনুদানের আবেদন করেননি, এমন চাষিদের চিহ্নিত করে অনুদান দেওয়ার ব্যবস্থাও করছে দপ্তর।
EiSamay.Com veg


দারুণ গ্রীষ্মেও বাজারে মিলছে শীতের সব্জি। ফুলকপি, বাঁধাকপি পাওয়া যাচ্ছে প্রায় বছরভর। কৃষিবিজ্ঞানীদের মতে, হাইব্রিডের দৌলতেই মিলছে এই অসময়ের সব্জি। ফুলকপি, বাঁধাকপি হাইব্রিড পদ্ধতিতে চাষ করা হয় বলে অসময়ে এই সব্জি মেলে। কালনা মহকুমার পূর্বস্থলীর বেশ কিছু এলাকায় অসময়ের ফুলকপি, বাঁধাকপি চাষ করে লাভের মুখ দেখেছেন সেখানকার চাষিরা। কালেখাঁতলার চাষি নৃপেন দাস বলেন, 'আমরা অসময়ে ফুলকপি, বাঁধাকপির চাষ করে লাভবান হয়েছি। হাইব্রিডের দৌলতেই অসময়ে এই সমস্ত সব্জি চাষ করতে পেরেছি। তবে এই সব্জি চাষে যে বিঘা প্রতি চার হাজার টাকা করে অনুদান মেলে তা জানা ছিল না।' অনুদানের কথা জানেন না এমন অনেকেই। ফুলকপি চাষি কমল সরকার বলেন, 'বাড়তি লাভের আশায় অসময়ে ফুলকপি, বাঁধাকপির চাষ করি। অনেক সময়ই প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতির মুখে পড়ে। বিঘা প্রতি চার হাজার টাকা করে অনুদান মিললে আমাদের সুবিধা হবে।'

কালনা মহকুমার উদ্যানপালন আধিকারিক পলাশ সাঁতরা বলেন, 'হাইব্রিড সব্জি বাজারের চাহিদা পূরণ করে। কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের সব্জির রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি। এই সব্জি চাষে উৎসাহ বাড়াতে এ বার দপ্তর বিশেষ প্রচারাভিযানের উদ্যোগ নিয়েছে। বিঘা প্রতি চার হাজার টাকা করে অনুদান মিলবে। তবে যতটা চাষ করবেন সেই অনুপাতেই সাহায্যের পরিমাণও হিসেব করা হবে। কেউ যদি দশ কাঠা জমিতে চাষ করেন তাহলে তিনি বিঘা (২০ কাঠা) প্রতি চার হাজার টাকার হিসাবে দু'হাজার টাকা অনুদান পাবেন।' এর প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, চাষি আবেদন করার পর তিনি কতটা জমিতে চাষ করেছেন তা পরিদর্শনের পর অনুদান মিলবে। কালনা মহকুমার বিভিন্ন ব্লকে ইতিমধ্যেই এই প্রচারাভিযান শুরু হয়ে গিয়েছে। দপ্তরের আশা, অনুদান পেলে চাষিরা হাইব্রিড সব্জি চাষে বেশি উৎসাহ পাবেন। তাতে ফলন বাড়বে, জোগান বাড়বে বাজারে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল