অ্যাপশহর

৫ রাজবাড়িতে বুটিক হেরিটেজ হোটেল তৈরির উদ্যোগ

পর্যটন শিল্পের বিকাশে রাজ্য সরকারের আগ্রহ আগেও দেখা গাছে| এবার রাজস্থানের মতো রাজ্যে বেশ কয়েকটি প্রাচীন দুর্গ ও প্রাসাদে অত্যন্ত উঁচু মানের হোটেল বা রিসর্ট তৈরি করতে চেয়ে বেসরকারি উদ্যোগকে সাহায্য করতে চায় রাজ্য সরকার। বিভিন্ন রাজবাড়ি থেকে ঐতিহ্যবাহী স্মৃতিসৌধগুলিকে বেসরকারি সহায়তায় হোটেল হিসেবে কাজে লাগাতে চায়। এর লক্ষ্য হল, ঐতিহ্যের সংরক্ষণের পাশাপাশি এই ধরনের সৌধ ঘিরে রাজ্যের পর্যটনকে আরও আকর্ষক করা তোলা। এই সব জায়গায় গেলে পর্যটকরা যেমন ঐতিহাসিক দ্রষ্টব্য দেখতে পাবেন, তেমনই পাবেন বিলাসিতা।

Ei Samay 14 Mar 2022, 3:36 pm
এই সময়: পর্যটন শিল্পের বিকাশে রাজ্য সরকার বিভিন্ন রাজবাড়ি থেকে ঐতিহ্যবাহী স্মৃতিসৌধগুলিকে বেসরকারি সহায়তায় হোটেল হিসেবে কাজে লাগাতে চায়। এর লক্ষ্য হলো, ঐতিহ্যের সংরক্ষণের পাশাপাশি এই ধরনের সৌধ ঘিরে রাজ্যের পর্যটনকে আরও আকর্ষক করা তোলা।
EiSamay.Com government wants to help private enterprises to build boutique heritage hotels
৫ রাজবাড়িতে বুটিক হেরিটেজ হোটেল তৈরির উদ্যোগ


একবার চার্জ দিলেই যাওয়া যাবে প্রায় ৬০ কিমি পথ, ব্যাটারিচালিত সাইকেল বানিয়ে তাক লাগালেন মুর্শিদাবাদের যুবক
এ ক্ষেত্রে 'বুটিক হেরিটেজ হোটেল' ব্র্যান্ড হিসেবেও এই সংরক্ষিত জায়গাগুলিকে ব্যবহার করতে দিতে রাজ্য সরকারের আপত্তি নেই। রাজ্যের তরফে বলা হচ্ছে, এই ধরনের ব্র্যান্ডের আওতায় এমন কিছু স্বাচ্ছন্দ্য পর্যটকরা পাবেন, যা অন্য কোথাও মিলবে না। প্রাথমিক ভাবে পাঁচটি রাজবাড়ি এবং ১০০টি স্মৃতিসৌধকে ঘিরে এই ধরনের বুটিক হেরিটেজ হোটেল তৈরির জন্য বেসরকারি উদ্যোগকে সাহায্য করতে চায় রাজ্য সরকার।

অচেনা নন্দিনীরা দরজা ভাঙলেন অচলায়তনের
রাজস্থানের মতো রাজ্যে বেশ কয়েকটি প্রাচীন দুর্গ ও প্রাসাদে অত্যন্ত উঁচু মানের হোটেল বা রিসর্ট তৈরি হয়েছে ঐতিহ্য সংরক্ষণ করেই। সেই সব জায়গায় পর্যটকরা যেমন ঐতিহাসিক দ্রষ্টব্য দেখতে পান, তেমনই পান বিলাসিতা।

ডেথ সার্টিফিকেট পেতে গেলে দিতে হবে হাজার টাকা! পঞ্চায়েতে অভিযোগ ঘিরে শোরগোল
প্রশাসন সূত্রের খবর, কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকারের একার পক্ষে বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা ঐতিহ্যপূর্ণ সৌধগুলির সংরক্ষণ করা সম্ভব নয়। তবে ইতিহাস ও ঐতিহ্যের সংরক্ষণ একান্ত জরুরি। তাই, প্রয়োজনে হেরিটেজ কমিশনকে সঙ্গে নিয়েই রাজ্য পর্যটন দপ্তর বেসরকারি সহায়তায় এই সব রাজবাড়ি ও সৌধের বাণিজ্যিকীকরণ করতে আগ্রহী।
মেলেনি মৃত স্বামীর পেনশন, 'রণক্লান্ত' চক্রবর্তী পরিবারের ভরসা এখন মুখ্যমন্ত্রী
ইতিমধ্যেই মুর্শিদাবাদ ওয়েলফেয়ার সোসাইটি সেখানকার আজিমগঞ্জের একটি প্রাসাদকে কেন্দ্র করে এই ধরনের হোটেল তৈরির কাজ শুরু করেছে। পশ্চিম মেদিনীপুরের নাড়াজোল রাজবাড়িকে ঘিরে একই রকম হোটেল তৈরির প্রস্তাব রয়েছে। তবে পর্যটন দপ্তরের সাফ কথা, শুধু হোটেল করলেই হবে না, পর্যটকদের কাছে ইতিহাসটা ভালো ভাবে তুলে ধরতে হবে। এমন গাইড তৈরির জন্য উপযুক্ত প্রশিক্ষণও চালু হয়েছে। দুর্গাপুরে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে দেশের প্রথম পর্যটন ভিত্তিক শিক্ষার পঠন-পাঠন শুরু করেছে। যা অনুমোদন করেছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কেটারিং টেকনোলজি।

এই পঠন-পাঠনের আওতার বাইরে হোম স্টেগুলির পরিচালকদেরও পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব রয়েছে। এই মুহূর্তে রাজ্য সরকারের নথিভুক্ত হোম স্টে-র সংখ্যা ৬৪৭। প্রতিটি হোম স্টে-কেই তিন দফায় মোট দেড় লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছে রাজ্য সরকার। এই টাকার বড় অংশই বর্জ্য অপসারণ, শৌচালয় সংস্কার, পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা-সহ সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়নে খরচ করতে হবে হোম স্টেগুলিকে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল