অ্যাপশহর

ট্রেনের ধাক্কায় ফের হাতি-মৃত্যু, এবার শিলিগুড়িতে

বুধবার ভোরে এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির পানিটাঙ্কির কাছে বাতাসিতে। স্থানীয় সূত্রে খবর, এই দিন ভোরে বাতাসির কাছে রেল লাইন পার হচ্ছিল পূর্ণ বয়স্ক দুটি হাতি।

EiSamay.Com 11 Dec 2019, 11:09 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হল উত্তরবঙ্গে। বুধবার ভোরে এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির পানিটাঙ্কির কাছে বাতাসিতে। স্থানীয় সূত্রে খবর, এই দিন ভোরে বাতাসির কাছে রেল লাইন পার হচ্ছিল পূর্ণ বয়স্ক দুটি হাতি। তখনই একটি মালগাড়ি চলে আসে। এর পর দুই হাতিই ধাক্কা খায়। ছিটকে পড়ে যায় দুটিই। ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘটনাস্থলে হাজির পুলিশ ও পরিবেশপ্রেমী।
EiSamay.Com ঘটনাস্থলেই মৃত্যু হয়
ঘটনাস্থলেই মৃত্যু হয়


সূত্রের খবর, মৃত ওই দুই হাতির মধ্যে একটি গর্ভবতী স্ত্রী হাতি ছিল। রাতে রেল লাইন পেরিয়ে গ্রামে ঢুকেছিল। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। রাতবিরেতেই হোক কিংবা দিনের আলোয়, প্রায়শই লাইন পার হতে গিয়ে ট্রেনের ধা‌ক্কায় ওদের অকালে প্রাণ যায়।
এ রাজ্যের জঙ্গল এলাকায় রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় কত যে হাতির মৃত্যু হয়েছে, তার ইয়ত্তা নেই। গত বিশ্ব হাতি দিবসে চিড়িয়াখানার একটি অনুষ্ঠানে রাজ্যের বনমন্ত্রী জানিয়েছিলেন, অধিকাংশ ক্ষেত্রেই ট্রেনের গতি বেশি থাকায় হাতির মৃত্যু হয়। অর্থাৎ সেসব ক্ষেত্রে ট্রেনের গতি যদি কম থাকত তবে হয়ত হাতির মৃত্যু কিছুটা হলেও ঠেকানো যেত। জঙ্গল এলাকায় রাতে মালবাহী ট্রেন না চালানোর নির্দেশ থাকলেও তা মানা হয় না বলেও ক্ষোভ উগরে দিয়েছিলেন মন্ত্রী। ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে যৌথ কমিটি (জয়েন্ট অ্যাকশন কমিটি) গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ও রেলওয়ে বোর্ড।

হাতি মৃত্যুর জন্য অনেকেই কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাবকেও দায়ী করেন। হাতি মৃত্যু ঠেকাতে পদক্ষেপ নেওয়া হলেও সেভাবে কাজের কাজ কিছুই হচ্ছে না। বুধবারের ঘটনায় তা ফের একবার প্রমাণিত হল।

আরও পড়ুন: বাঙালিয়ানা ধরে রেখেই নোবেলের মঞ্চে বিপ্লব

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল