অ্যাপশহর

বিশ্বভারতীর ছাত্রীকে খুনের চেষ্টা, ধৃত সহপাঠী

সূত্রের খবর, মেয়েটির সঙ্গে একটা সময় ভালো বন্ধুত্ব ছিল ওই যুবকের। গত ডিসেম্বরে সে প্রেম নিবেদন করলে, ওই ছাত্রী পত্রপাঠ তা না করে দেন। সেখান থেকেই দূরত্বের শুরু। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ জানতে চায় ওই ছাত্র।

EiSamay.Com 14 Feb 2020, 5:02 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সহপাঠী ছাত্রীকে খুনের চেষ্টার অভিযোগে বিশ্বভারতীর স্নাতকোত্তর স্তরের এক ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। বুধবার শান্তিনিকেতনের লালবাঁধের কাছে ওই ছাত্রীকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। অভিযুক্তের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণেই মেয়েটির উপর হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অসীম সরকার নামে ওই ছাত্রকে এদিন অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে পেশ করা হলে, বিচারক অয়ন বন্দ্যোপাধ্যায় তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান। বীরভূম পুলিশের প্রধান শ্যাম সিং জানান, মেয়েটির অভিযোগের ভিত্তিতে অসীম সরকারকে গ্রেফতার করা হয়েছে।
EiSamay.Com image345487d2-c71f-45fb-a36b-cc2b7ddbbc5d


বিশ্বভারতীর ওই ছাত্রীর বয়ান অনুযায়ী, ঘটনার দিন এক জুনিয়র পড়ুয়ার সঙ্গে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। অসীম তাঁকে রাস্তায় ফলো করতে থাকে। জুনিয়র ওই পড়ুয়া অসীমের ফলো-করার কথা জানালে, সাইকেলের গতি বাড়িয়ে দেন ওই ছাত্রী। অসীমও ওর সাইকেলের গতি বাড়িয়ে দেয়। এর পর কাছাকাছি এসে, ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিছু বুঝে ওঠার আগেই সঙ্গে রাখা ধারালো ছুরি বের করে, মেয়েটির গলার নলি কাটার চেষ্টা করে সে। ওই ছাত্রী কোনওরকমে নিজেকে রক্ষা করে, চিত্‍‌কার করে ওঠেন। ছাত্রীর কান্নার শব্দ শুনে, আশপাশের লোকজন জড়ো হয়ে, অভিযুক্তকে ধরে ফেলেন। তাঁরাই পুলিশের হাতে তুলে দেন অভিযুক্ত ছাত্রকে।

সূত্রের খবর, মেয়েটির সঙ্গে একটা সময় ভালো বন্ধুত্ব ছিল ওই যুবকের। গত ডিসেম্বরে সে প্রেম নিবেদন করলে, ওই ছাত্রী পত্রপাঠ তা না করে দেন। সেখান থেকেই দূরত্বের শুরু। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ জানতে চায় ওই ছাত্র। এ নিয়ে অন্যান্য সহপাঠীদের উপস্থিতিতে দু-জনের বিস্তর কথা কাটাকাটি হয়। শিক্ষকদের হস্তক্ষেপে ওই ছাত্র তখনকার মতো শান্ত হলেও, ভিতরে ভিতরে প্রতিশোধস্পৃহা কাজ করছিল। তা থেকেই খুনের চেষ্টা।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রেমে প্রত্যাখ্যাত ওই যুবক মাঝে একবার আত্মহত্যারও চেষ্টা করেছে।

পুলিশের কাছে ওই ছাত্রী জানান, শান্তিনিকেতনে একটি বাড়ি ভাড়া নিয়ে তিনি একা থাকেন। ফলে, ওই ছাত্র আবারও তাঁকে খুনের চেষ্টা করতে পারে। জুনিয়ার পড়ুয়াই তাঁকে বাঁচিয়ে দিয়েছে বলে পুলিশের কাছে দাবি করেছেন ওই ছাত্রী।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল