অ্যাপশহর

দোলের দিন বিশ্বভারতীতে বসন্ত উৎসব না করার যুক্তি দিলেন উপাচার্য

দোলের দিন আর রঙিন হয়ে উঠবে না বিশ্বভারতীর আশ্রম। আয়োজিত হবে না বসন্ত উত্‍‌সব। এমনকি ২০২০ সালের পৌষমেলার আয়োজনও হবে না এবছর। কেন? জানালেন স্বয়ং উপাচার্য...

Ei Samay 11 Jul 2020, 7:56 am
এই সময়: দোলের দিন বসন্ত উৎসব না করার সিদ্ধান্ত আগেই নিয়েছে বিশ্বভারতীর কর্মসমিতি। এবার তার সপক্ষে যুক্তি দিলেন খোদ উপাচার্য। গত ৪ জুলাই বৈঠক করে কর্মসমিতি সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর দোলের দিন আর বিশ্বভারতী বসন্ত উৎসব আয়োজন করবে না। একই সঙ্গে আগামী ২০২০ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত পৌষমেলা আয়োজন করবে না কর্তৃপক্ষ।
EiSamay.Com No dol utsav in viswabharati in 2021
বিশ্বভারতীতে হবে না দোল উত্‍‌সব


শুক্রবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী 'বার্তালাপ' নাম দিয়ে একটি চার পাতার চিঠি বিশ্বভারতীর ওয়েবসাইটে আপলোড করেন। যেখানে স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছেন উপাচার্য। তিনি চিঠিতে ১৯৮২ সালে অম্লান দত্ত উপাচার্য থাকাকালীন আম্রকুঞ্জে বসন্ত উৎসবের সময় যে বিশৃঙ্খলা হয় এবং তার পরের বছর সর্বসন্মতি ক্রমে সংক্ষিপ্ত বসন্ত উৎসব হয়েছিল বলে উল্লেখ করেন।

এই প্রসঙ্গে তিনি লিখেছেন, 'আমি ২০১৯ -এর বসন্তোৎসবের প্রসঙ্গ বিশেষ করে উল্লেখ করব যা বিশৃঙ্খলার কারণে সংবাদমাধ্যমের প্রচারের আলোয় এসেছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং দর্শনার্থী আমাদের ছাত্রীদেরও শারীরিকভাবে উৎপীড়ন ও হেনস্থার শিকার হতে হয়।'

এখানেই শেষ নয় উৎসবের পর দিন উপাচার্যের নেতৃত্বে আশ্রম মাঠ পরিস্কার করতে গিয়ে ৩৫ বস্তা মদের বোতল, মাংসের হার, খাবারের প্যাকেট উদ্ধার হয়। যার কথা উল্লেখ করে উপাচার্য বোঝাতে চেয়েছেন রবীন্দ্র অনুরাগে বসন্ত উৎসব দেখতে নয়, আমোদ করতে এসেছিলেন পর্যটকরা।

বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, 'দোলের দিন বসন্ত উৎসব করবে না বিশ্বভারতী। প্রয়োজনে একান্ত ঘরোয়া ভাবে বসন্ত উৎসব করবে অন্যদিন। কারণ, পৌষ মেলা করতে গিয়ে যেভাবে বিশ্বভারতীর উপাচার্য-সহ আধিকারিকদের শ্লীলতাহানির মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে তাতে কর্ম সমিতি এমনই সিদ্ধান্ত নিয়েছে।'

পরের খবর