অ্যাপশহর

ফের মাদক পাচারের পর্দাফাঁস, উদ্ধার ₹২ কোটির নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট

পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম আবু তাহের, যে এই পাচারের মূল অভিযুক্ত। তাকে আটক করে উদ্ধার হয় ১২.কেজি ১২৭ গ্রাম ওজনের ১ লক্ষ ১০ হাজার পিসের ইয়াবা ট্যাবলেট। যার অনুমানিক দাম প্রায় ২ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইন ২২ (সি) এবং ২৬ এনডিপিএস আইন ১৯৮৫ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। সোমবারই ধৃতদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

EiSamay.Com 13 Jan 2020, 12:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের রাতের অন্ধকারে মাদক পাচার করতে গিয়ে পুলিশে জালে ধৃত মাদক পাচারকারী। উদ্ধার প্রায় ২ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে পঞ্চসায়র থানা এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের নারকো বিভাগের বিশেষ গোয়েন্দা দল। যাতে ধরা পরে মুর্শিদাবাদের বাসিন্দা ওই মাদক পাচারকারী। অভিযুক্ত মুর্শিদাবাদের সুতি এলাকায় থাকে বলে জানা গিয়েছে।
EiSamay.Com দ্ধার হয় ১২.কেজি ১২৭ গ্রাম ওজনের ১ লক্ষ ১০ হাজার পিসের ইয়াবা ট্যাবলেট
উদ্ধার হয় ১২.কেজি ১২৭ গ্রাম ওজনের ১ লক্ষ ১০ হাজার পিসের ইয়াবা ট্যাবলেট


পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম আবু তাহের, যে এই পাচারের মূল অভিযুক্ত। তাকে আটক করে উদ্ধার হয় ১২.কেজি ১২৭ গ্রাম ওজনের ১ লক্ষ ১০ হাজার পিসের ইয়াবা ট্যাবলেট। যার অনুমানিক দাম প্রায় ২ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইন ২২ (সি) এবং ২৬ এনডিপিএস আইন ১৯৮৫ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। সোমবারই ধৃতদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

এর আগেও দফায় দফায় উদ্ধার হয়েছে ইয়াবা ট্যাবলেট। গত বছর ১৯ অক্টোবর ময়দান পুলিশে স্টেশন সংলগ্ন ডাফরিন রোডের কাছে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। আটক হয় একটি হন্ডা গাড়ি। তাতেই তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট। তার ঠিক পাঁচ দিন আগে ১৪ অক্টোবর রাতে চিংড়িঘাটার কাছে ক্যানাল সাউথ রোডে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। গ্রেফতার করে উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা বাকি বিল্লা গাজি ওরফে বিল্লু, স্বরূপনগরের বাসিন্দা আখতারুল গাজি ও মণিপুরের থৌবলের বাসিন্দা মহম্মদ আলি আহমেদকে।

আরও পড়ুন: বরফে পিছলে পড়ে পাক সীমানা পেরোলেন ভারতীয় সেনা, চিন্তায় পরিবার

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল