অ্যাপশহর

বিজিবির গুলিতে বিপন্ন এপার বাংলার মত্‍স্যজীবী, চাঞ্চল্য

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে একটি ভারতীয় ট্রলার। সেই ট্রলারকে ধাওয়া করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। পালানোর চেষ্টা করলে বিজিবি এলোপাথারি গুলিবর্ষণ করে।

EiSamay.Com 12 Dec 2019, 5:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের বাংলাদেশ-ভারত সীমান্তে গুলির লড়াই চলল। বাংলাদেশ বর্ডার গার্ড ও বিএসএফ জওয়ানদের মধ্যে বেশ কয়েকমাস আগেই একটি গুলি বিনিময়ের ঘটনা ঘটে। বৃহস্পতিবার, সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ায় ভারতীয় ট্রলারকে লক্ষ্য করে গুলি চালায় বিজিবি। নিরঞ্জন দাস নামে এক মত্‍স্যজীবীর পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।
EiSamay.Com D11
ছবিটি প্রতীকী


জানা গিয়েছে, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে একটি ভারতীয় ট্রলার। সেই ট্রলারকে ধাওয়া করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। পালানোর চেষ্টা করলে বিজিবি এলোপাথারি গুলিবর্ষণ করে। তাতেই গুলিবিদ্ধ হন নিরঞ্জন নামে ওই মত্‍স্যজীবী। তাঁর বাড়ি লট ইটের কালীনগরে। তাঁকে ডায়মন্ড হারবারে নিয়ে আসা হয়েছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল