অ্যাপশহর

Rainfall Forecast: চৈত্রের সন্ধ্যায় ভিজল দক্ষিণবঙ্গের জেলাগুলি, কলকাতায় ধেয়ে আসছে ঝড়

জেলায় জেলায় বৃষ্টি, কিছুক্ষণের মধ্যেই কলকাতায় ঝড়ের সম্ভাবনা।

Produced byএলিনা দত্ত | Lipi 17 Mar 2023, 8:00 am
West Bengal Weather Update: চৈত্রের দাবদাহ শুরু আগেই শান্তির বাড়ি ধারা। বিকেল পেরতেই মৌসম ভবনের কথা সত্যি করে বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামল জেলায় জেলায়। বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টি বলে জানাচ্ছে মৌসম ভবন।
North Bengal Weather: শৈলশহরে শিলাবৃষ্টি, আর কোথায় জানুন


পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে সন্ধে নামতেই শুরু ঝড়বৃষ্টি। বৃষ্টিতে ভিজল নদিয়া, মেদিনীপুর ও বর্ধমান। দিনভর তীব্র দাবদাহের পর বর্ধমানে চৈত্রের প্রথমদিনেই সন্ধে নামতেই মুষলধারে বজ্রবিদ্যুৎ সহ শুরু বৃষ্টি। সঙ্গে বইতে লাগল ঝোড়ো হাওয়া ।বৃষ্টির জেরে একধাক্কায় পারদ নামল অনেকটাই। সাময়িক স্বস্তি জেলাবাসীর।

Kolkata Weather: পয়লা চৈত্রেই বছরের প্রথম কালবৈশাখী? শিলাবৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

একই ছবি মেদিনীপুর ও নদিয়াতেও। সন্ধ্যা নামতেি স্বস্তির বৃষ্টি। মেদিনীপুর শহর শহরতলীতে বজ্রবিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টি নামে এদিন সন্ধ্যায়। দিন কয়েক ধরেই হাঁসফাঁস গরমে কার্যত নাজেহাল হতে হচ্ছিল শহরবাসীকে। অবশেষে বৃহস্পতিবারের বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস।

নদিয়াতেই বিকেল হতেই কালো মেঘে ঢেকে যায় গোটা আকাশ। বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে সেখানে শুরু হয় শিলাবৃষ্টিও। ঝমঝমিয়ে বৃষ্টি নামে নদিয়ার বিভিন্ন এলাকায়। শিলাবৃষ্টি হয় নদিয়ার বেথুয়া ডহরি সহ একাধিক জায়গায়। এই বৃষ্টিতে আম চাষের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন আমবাগান গুলিতে। তবে কিছুটা হলেও বৃষ্টির পরে স্বস্তি নিশ্বাস ফেলেছে মানুষ।

Rain Forecast: আসছে স্বস্তির বৃষ্টি? কী জানাচ্ছে হাওয়া অফিস

জেলায় বৃষ্টি নামলেও কলকাতায় বৃষ্টি হয় পর্য শুরু হয় একটু পরে। কিছুক্ষণের মধ্যে শুরু হয় ঝোড়ো হাওয়া সঙ্গে দুএক পশলা বৃষ্টি। মুহূর্তে হাওয়ার গতি কমে গয়ে শুরু হয় মুশলধারায় বৃষ্টি। রাস্তার এপার ওপার দেখার উপায় নেই।সবদিক সাদা হয়ে গেছে বৃষ্টির গতিতে।বৃষ্টির গতি এতটাই ছিল ১৫ মিনিটের মধ্যেই জল জমে যায় রাস্তার ধারে। ধীর গতিতে চলে রাস্তায় যানবাহন।

যদিও আলিপুর আবহাওয়া দফর বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই দিয়েছিল।উত্তরবঙ্গের পাশাপাশি দঙ্গিনবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলবে ১৬ এবং ১৭ তারিখ।তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা উল্লেখ ছিল, সেইমত ১৬ তারিখ রাতেই ভিজল কলকাতা, উত্তর চব্বিশ পরগনার সহ দক্ষিণ জেলা। সারাদিনের প্রচন্ড গরমের পরে কিছুটা স্বস্তি মেলে তা বলাই যায়।আধঘন্টা ধরে চলে মুশলধারায় বৃষ্টি,পরবর্তী বৃষ্টি গতি কমে শুরু ঝোড়ো হাওয়া।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর