অ্যাপশহর

পৌষ উৎসবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ বিশ্বভারতীতে

আগামী ২৪ ডিসেম্বর বীরভূমে আসতে পারেন প্রধানমন্ত্রী। উপলক্ষ অবশ্যই বিশ্বভারতী প্রতিষ্ঠার শতবর্ষ। পৌষ উৎসবে অন্যতম অঙ্গ বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস। প্রধানমন্ত্রী এলে করোনা পরিস্থিতিতে সঠিক স্বাস্থ্যবিধি ও দুরত্ব মেনে কতজন মানুষকে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রবেশাধিকার দেওয়া হবে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি এদিনের বৈঠকে।

Ei Samay 3 Dec 2020, 10:40 am
এই সময়: করোনা অতিমারীর কারণে পৌষমেলা বন্ধ থাকলেও ঐতিহ্যবাহী পৌষ উৎসব পালন করবে বিশ্বভারতী। এ বছর বিশ্বভারতীর শতবর্ষ। সেই উপলক্ষে বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবসে (৮ পৌষ) বিশ্বভারতীর আচার্য তথা দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিল বিশ্বভারতী।
EiSamay.Com visva-bharati
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।


এ দিন বিশ্বভারতী, শান্তিনিকেতন ট্রাস্ট ও কর্মী পরিষদের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়। বিশ্বভারতীর প্রস্তাবে সম্মতি দিলে, আগামী ২৪ ডিসেম্বর বীরভূমে আসতে পারেন প্রধানমন্ত্রী। উপলক্ষ অবশ্যই বিশ্বভারতী প্রতিষ্ঠার শতবর্ষ। পৌষ উৎসবে অন্যতম অঙ্গ বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস। ৮ পৌষ বিশ্বভারতীর প্রতিষ্ঠা হয় শতবর্ষ আগে। সেই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিল বিশ্বভারতী।

বুধবার বর্তমান করোনা পরিস্থিতিতে পৌষমেলা না হলেও ঐতিহ্যবাহী পৌষ উৎসব উদযাপনের জন্য বৈঠক হয় বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে। এই বৈঠকে উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো-সহ শান্তিনিকেতন ট্রাস্ট, কর্মী মণ্ডলী, কর্মী পরিষদ, আলাপিনী মহিলা সমিতি-সহ পৌষ উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট সকল শাখার প্রতিনিধিরা। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, এ দিনের বৈঠকেই প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, করোনা অতিমারীর কারণে পৌষ উৎসব হলেও, তা হবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে খুবই অল্প সংখ্যক অতিথির উপস্থিতে।

বৈঠকে প্রস্তাব দেওয়া হয়, বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবসে শতবর্ষের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে আচার্যকে। সেই প্রস্তাবে সকলেই সম্মতিও দেয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পৌষ উৎসবের অঙ্গস্বরূপ ৭ পৌষ ছাতিমতলার উপাসনা অনুষ্ঠান, ৮ পৌষ আম্রকুঞ্জে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, সে দিন বিকালে আশ্রমবন্ধুদের শ্রাদ্ধবাসর, ৯ পৌষ সন্ধ্যায় খ্রিষ্টোৎসব আয়োজিত হবে এ বারও। তবে, প্রধানমন্ত্রী এলে করোনা পরিস্থিতিতে সঠিক স্বাস্থ্যবিধি ও দুরত্ব মেনে কতজন মানুষকে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রবেশাধিকার দেওয়া হবে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি এদিনের বৈঠকে।

কর্মীমণ্ডলীর যুগ্ম সম্পাদক কিশোর ভট্টাচার্য বলেন, 'বিশ্বভারতী প্রতিষ্ঠার শতবর্ষপূর্তির দিনটিকে স্মরণীয় করে রাখতে আগামী ৮ পৌষ আম্রকুঞ্জের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে আমাদের আচার্য নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রীর আসার বিষয়ে এখনও চূড়ান্ত না হলেও উপাচার্য এই নিয়ে আচার্য সঙ্গে যোগাযোগ করে তাকে উপস্থিত থাকার জন্য আগ্রহ প্রকাশ করবেন।'

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল